Advertisements

ভারতে জন্ম নিলো মানুষমুখো ছাগল, বিস্ময়কর শাবককে ঘিরে নেটদুনিয়ায় হইচই

Advertisements

পৃথিবীর প্রতি কোনায় কতইনা অবাক করা ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়া সবটাই উঠে আসে আমাদের সামনে, তেমনই এক ঘটনা উঠে এলো সকলের সামনে যা শুনে অনেকেই হয়েছেন অবাক।

সম্প্রতি একটি সদ্য জন্মানো ছাগল শাবকের ছবি ভাইরাল হয়েছে নেট জগতে। তবে শাবকটি ছাগলের হলেও তার মুখ অবিকল মানুষের মতন। ছাগলের গর্ভ থেকে জন্মালেও অবিকল মানুষের মুখের অবয়ব ছাগল শাবকের মুখে।

জানা যাচ্ছে, গুজরাটে জন্মেছে এই ছাগলটি। এই ছাগল শাবক টি অন্যান্য ছাগলের মতন চারটি পা নিয়ে জন্মালেও মুখটি ছিল অবিকল মানুষের মতন। তার সাথে ছাগল শাবকটির ছিল না কোন লেজও। ছাগলের মালিক পেশায় চাষী অজয়ভাই বাসবা তিনিও এই ঘটনায় রীতিমতো তাজ্জব।

ছাগলটির জন্মানোর সাথে সাথে অনেকেই তাকে পূজো করতে শুরু করে দেয়। তবে জানা গিয়েছে এই ঘটনাটি বেশ কিছুদিন আগের। বর্তমানে ছাগল শাবকটি আর বেচে নেই। জন্মানোর দশ মিনিটের মাথায় মারা গিয়েছিল শাবকটি। তবে এতদিন পর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং এই ছাগল শাবকের ভিদি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।

Related Articles