অফবিট

দুধের সরের উপর ৮ স্বাধীনতা সংগ্রামীর ছবি এঁকে ‘লিমকা বুক অব রেকর্ডসে’ স্বীকৃতি পেলো এই বাঙালি কন্যা

দুধের সরের ওপর আটজন স্বাধীনতা সংগ্রামের ছবি রং তুলির মাধ্যমে এঁকেছেন বাঙালী কন্যা।

Advertisement
Advertisement

মানুষের এমন অনেক প্রতিভা রয়েছে, যা আমরা সংবাদমাধ্যমের মধ্যে দিয়ে জানতে পারি। তবে এখন শুধু সংবাদমাধ্যমেই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন প্রতিভার কথা জেনে যাচ্ছি। আর এরকম নানা জিনিস তৈরী করে বিশ্বরেকর্ডও করেছে তারা। এবার এরকমই এক বাংলার কন্যা নতুন রেকর্ড গড়েছে।

দুধের সরের ওপর আটজন স্বাধীনতা সংগ্রামের ছবি রং তুলির মাধ্যমে এঁকেছেন বাঙালী কন্যা। এই কন্যার নাম জাহ্নবী। সে কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বালুরঘাটে থাকেন তিনি। এই ছাত্রী দুধের সরার ওপর ছবি এঁকে লিমকা বুক অব রেকর্ডে নাম তুলেছেন। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই ছবি আঁকার নেশা ছিল তাঁর। এই কয়েকদিন আগে মায়ের দেওয়া দুধ খেতে ভুলে গিয়েছিল। আর এই ভুলে যাবার কারণে মায়ের কাছে তাকে বকুনি খেতে হয়েছিল।

এরপরে দুধের পাত্র দেখে তারা অভিনব চিন্তা মাথায় আসে। আর সঙ্গে সঙ্গেই সেই দুধের সর অন্য একটি পাত্রে তুলে নেয় সে। এরপরে সরের উপর রং তুলির টানে নেতাজি, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-সহ একে-একে আটজন স্বাধীনতা সংগ্রামীর ছবি এঁকে ফেলে ওই তরুণী। এরপরেই সেই ছবি লিমকা বুক অফ রেকর্ডে এ পাঠিয়ে দেবার পরেই তার নাম লিমকা বুক অফ রেকর্ডের খাতায় ওঠে।

জাহ্নবী জানিয়েছেন, “ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে আঁকিবুকি নিয়ে অনেক আইডিয়া পাই। শেষে সরের উপর ৮ জন আন্দোলনকারীদের ছবি এঁকে তা পাঠিয়ে দিই। ইচ্ছা থাকলে ভালো কিছু হবেই।” আর এই রেকর্ড করার পরেই সে খুব খুশি হয়েছেন।

Related Articles