ফাঁকা মরুভূমিতে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা যে যার মত ইঁদুর দৌড়ে নেমে পড়েছি। অফিস স্কুল কলেজ এইসব নিয়ে আমাদের দম ফেলার সুযোগ নেই তার উপর করোনার ঢেউ আমাদের বিনোদনের জগতকে সংকুচিত করেছে। অনেকেই সংক্রমণের হাত থেকে বাঁচতে সিনেমা হল শপিং মল বিভিন্ন ধরনের নাচ গানের কনসার্ট এড়িয়ে চলছেন।
আর তাই বর্তমানে অবসরের সঙ্গী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। নতুন নতুন ভিডিও ঘটনার মাধ্যমে আমাদের মনোরঞ্জনও ঘটছে। আবার এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে ঘরে বসেই নানান শিল্পীরা নিজেদের শিল্পকর্ম সকলের সামনে তুলে ধরছেন।
এর মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা মুগ্ধ করেছে সকলকে। ধু ধু করছে বালি চারিদিকে তাকালে কেবল বালি আর বালি আর মরুভূমি বুকেই উঠেছে ঝড়। না এই ঝড় সাধারন ঝড় নয় এই ঝড় নাচের ঝড়। মরুভূমির মধ্যে সূর্যের প্রখর রোদের তাপেই নাচের মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছে এই যুবতী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দিল চিজ তুঝে দেদি গানের তালে অসম্ভব সুন্দর ভঙ্গিমায় নাচছেন এক যুবতী।
বালির মধ্যে লাল রঙের একটি ক্রপ টপ ও ব্ল্যাক কালারের জিন্স পড়ে আছেন তিনি। নাচের তার সাবলীল ভঙ্গিমা জানান দিচ্ছে তার দক্ষতা। আর তাইতো এরকম এক অনামী শিল্পীর প্রতিভা নজরে আসতেই তা ভাইরাল হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে প্রত্যেকেই তার প্রশংসা করেছেন। ইতিমধ্যে প্রচুর মানুষ ভিডিওটিতে পছন্দ করে ফেলেছে।