ফ্রিজ খুলতেই ফণা তুলে বেরিয়ে এলো বিশালাকার সাপ, তারপর যা হল, দেখুন ভাইরাল ভিডিও

বিপদ কোথায় যে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে তা বোঝা সম্ভব নয়। যদি সবচেয়ে নিরাপদ স্থান কোনটি জিজ্ঞেস করা হয় তাহলে বেশীরভাগ মানুষই উত্তর দেবেন নিজের বাড়ি বা ঘর। কিন্তু এই ঘটনা সেই বিশ্বাস টলিয়ে দিতে পারে। বিপদ যে বাড়ির মধ্যে ওত পেতে বসে থাকতে পারে আর মুহুর্তের অসতর্কতায় প্রান পর্যন্ত যেতে পারে সেই কথায় চোখে আঙ্গুল দিয়ে প্রমান করে দিলো এই ঘটনাটি।
বনাঞ্চল কেটে সাফ করে তৈরি হচ্ছে কংক্রিটের বাড়ি যার ফলে পরিবেশের মধ্যে যে সমস্ত বন্য জীবজন্তু থাকে তারা বাসস্থানের সংকটে পরে বসতি হারা হয়ে ঢুকে পড়ছে গ্রামে গঞ্জে কিংবা ঘরে। আর এখানেও ঠিক এমন ঘটনায় পরিলক্ষিত হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাড়ির ফ্রিজের মধ্যে ঘাপটি মেরে বসে ছিল এক সাপ। ফ্রিজ খুলতেই ফনা তুলে বেরিয়ে আসে সে। তবে কিছু ক্ষতি করার আগেই সদস্যরা সতর্ক হয়ে যান। তবে বাড়ির সদস্যরা সাপের কোনো ক্ষতি করেননি বরং সর্প রক্ষক আকাশ যাদবকে খবর দেওয়া হয়।
আকাশ যাদব পুরো টিমের সাথে সেখানে উপস্থিত হয়ে সাপটিকে ধরার চেষ্টা করতে থাকেন। সাপটি বারংবার ছোবল মারার চেষ্টা করছিলো কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সাপটিকে ধরতে সক্ষম হন। আকাশ যাদব ও তাদের টিমের এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। এভাবেই তারা এখনো পর্যন্ত প্রচুর সাপের প্রান বাঁচিয়েছে।