মন্দিরের সামনে দাঁড়িয়ে পাঁচ পা ওয়ালা বিস্ময়কর গো-মাতা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সৃষ্টিকর্তা তার অপার মহিমা নিয়ে আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছে, করেছেন প্রাণের সঞ্চার। আর মানুষকে করেছে সেরা জীব। প্রত্যেকটা জীবের নিজস্ব কিছু গঠন আছে। কিন্তু কখনো কখনো সৃষ্টিকর্তা এমন কিছু সৃষ্টি করেন যা গঠনগত দিক থেকে সাধারনেও চেয়ে ভিন্ন হয়ে থাকে। কখনো এমন সৃষ্টিও ভূমিষ্ঠ হয় যা আমরা দেখতে অভ্যস্ত নয়। প্রাণীজগৎ এর ক্ষেত্রেও বিষয়টি এক। সম্প্রতি এরকমই এক ভিন্ন সৃষ্টি দেখে কৌতূহলী হয়ে উঠেছে নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাচ পা ওয়ালা একটি গরুকে। অন্ধপ্রদেশের চিত্তুর জেলার তিরুপতি তে শ্রী গোবিন্দদাসস্বামী মন্দিরের সামনে এই গো মাতাকে দেখতে পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় এটাই যে গরুর পঞ্চম পা টি বের হয়েছে তার কাধ থেকে। আর স্বাভাবিকভাবেই তাকে ঘিরে নেটিজেনদের মনে তৈরী হয়েছে কৌতূহল। এমনকি ভক্তি প্রান এই হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মন্দিরে এলেই গোমাতাকে দেখে অর্থ দিচ্ছেন।
হিন্দু ধর্মে গরুকে মায়ের সাথে তুলনা করা হয় আর পুজো করা হয়। মনে করা হয় গরুকে পূজা করা মানেই 33 কোটি দেবতা কে পুজো করা। এখানে এই গো মাতার প্রতি মানুষের ভক্তির দৃশ্যই ফুটে উঠেছে। এখানেও গো মাতাকে দেবতাজ্ঞানে পুজো করা হচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে যেমন গো মাতাকে দেবতাজ্ঞানে পুজো করছে তেমন অনেকেই বলেছেন এটি কেবলমাত্র শারীরিক ত্রুটি এটি অদ্ভুদ বা অলৌলিক কোনো বিষয় নয়।