অবিকল মানুষের মত বন্ধ দরজার কড়া নাড়ছে পুঁচকে বিড়াল, গেছোর কীর্তি দেখে তাজ্জব নেটদুনিয়া

Advertisement

মাঝে মাঝে প্রকৃতির চির পরিচিত নিয়মের বাইরে এমন কিছু দৃশ্য সামনে চলে আসে যা আমাদের অবাক করে দেয় আবার মনও ভালো করে দেয়। তেমনি আরেক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা অবাক করেছে তেমনি আবার মুখে হাসি এনে দিয়েছে। আহ্লাদি আদরের ঘুমকাতুরে আর আয়েশী এই বৈশিষ্ট্যের কথা বলেই যেই প্রাণীর নাম প্রথমেই আসে তা হলো বিড়াল।

Advertisements

সারাদিন ঘর জুড়ে নানান কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। আর তাই অনেকেই পোষ‍্য হিসেবে বিড়ালকেই পছন্দ করেন। তবে কেবল পোষ‍্য নয় আপনি যদি রাস্তার বিড়ালকেও খাবার দেন সেও আপনার ন‍্যাওটা হয়ে উঠবে। আর এবার এমনই এক বিড়ালে মিষ্টি কান্ড ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

সাধারণত মিউ মিউ করে ডাকতে দেখা যায় বিড়ালকে কিন্তু কখনো কি দেখেছেন বন্ধ দরজায় টোকা মেরে দরজা খোলার আবদার করছে বিড়াল! হ‍্যা সম্প্রতি ইনস্টাগ্রামে 15 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দরজার সামনে এসে মালিককে আদুরে ভঙ্গিমায় ডেকে চলেছে ওই ছোট্ট বিড়াল বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো নক করে চলেছে সে।

আর এমন আদুরে কায়দায় মালিককে ডাকা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গেছে দর্শকরা। অনেকেই নিজের বাড়ির পোষ‍্যটির মজাদার কান্ডের কথাও শেয়ার করে নিয়েছে কমেন্ট বক্সে।
একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল এই ভিডিওটি যা প্রায় 14 লক্ষ মানুষ দেখে ফেলেছেন। আপনার জন্য রইল এই মজাদার ভিডিওটি।

Related Articles