জলে চালানোর জন্য অদ্ভুদ রিক্সা বানিয়ে ভাইরাল যুবক, দেখুন ভিডিও

বিজ্ঞানের অবদানে সবকিছুই সহজ থেকে সহজতর হচ্ছে। বিজ্ঞানী নিরলস কঠোর পরিশ্রমে প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কৃত হচ্ছে। তবে জীবনকে সহজ করে তুলতে পিছপা হন না সাধারণ মানুষও। নিজেদের বুদ্ধি খাটিয়ে নানারকম আবিষ্কারের নেশায় কখনও কখনও মত্ত হন তারা। এমনিতেই মানুষ বুদ্ধিমান প্রাণী। তারপর অনেক ব্যক্তিই আছেন যারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিত্যনতুন জিনিস বানানোর কাজে ব্রতী হন। কখনো কখনো সফলতা লাভ করেন কখনো আবার বিফলে যায়।
কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল এক ভদ্রলোকের ড্রোনের মাধ্যমে হেলিকপ্টার তৈরি করার কথা। এবার একই রকমই এক নতুন আবিষ্কারের সামনে নিয়ে এলেন আরেক ব্যক্তি।
তার তৈরী করা বিষয়বস্তু একটি জলযান। যা বানানো হয়েছে পথচলতি সাইকেল দিয়ে। ভাবছেন তো সাইকেল আবার জলে চলবে কিকরে!! সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক যুবক একটি সাইকেলের তিনটি চাকা বানিয়েছেন। যেগুলি টায়ার দিয়ে তৈরি। অর্থাৎ তিনটি টায়ারকে প্লাস্টিক বেঁধে সাইকেলের সাথে যুক্ত করা হয়েছে।
Video_ Beniwal Gaming Yt (Fb) pic.twitter.com/KroIMJwUrI
— Aaj Sakal (@AajSakal) May 19, 2021
পরিকল্পনামাফিক সে তার এই জলযানটিকে নিয়ে জলের মধ্যে চালানোর চেষ্টা করলেও কিছু দূর গিয়েই যানটি জলে ডুবে যায়। সম্ভবত প্লাস্টিক ও টায়ারের মেলবন্ধন আরো অনেক ত্রুটি মুক্ত করা দরকার। তার এই নতুন চেষ্টাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ঘটনা দেখে মজা পেয়েছেন দর্শকগণ। বেনিওয়াল গেমিং ওয়াই নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। যা এখন ভাইরাল।