Advertisements

ছোট নৌকার উপর ঝাঁপিয়ে পড়ল বিশালাকার কুমির, দেখুন ভাইরাল ভিডিও

Advertisements

ঘুরতে গিয়ে নানান ঘটনার অভিজ্ঞতা কমবেশি সকলের আছে। এই অভিজ্ঞতা কখনো মজার হয় কখনো বা রোমাঞ্চকর। ঘুরতে যাওয়া মানেই ব্যস্ত জীবন থেকে একটা ব্রেক যা মনের শান্তি এনে দেয় তবে তারমধ্যে এই ধরনের ঘটনাগুলি আরো বেশী খুশির ভিন্নমাত্রার স্বাদ যুক্ত করে।

তবে বর্তমানে অনেক ভ্রমনপিপাসু ব্যক্তিরাই করোনা প্রকোপের ভয়ে বাইরে ঘুরতে যেতে পারছেন না, প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারছেন না আর পারছেন না এই ধরনের মজার বা রোমাঞ্চকর মুহুর্তদের অনুভব করতে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ পাচ্ছেন মানুষেরা। সোশ্যাল মিডিয়া এখন চারপাশের বিভিন্ন ঘটনা মুহুর্তের মধ্যেই আমাদের মুঠোফোনে হাজির করে দিচ্ছে‌। তাই ঘুরতে যেতে না পারলেও নানান ঘটনার সাক্ষী থাকতে পারছে সবাই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে এরকম ভ্রমনের মাঝে হাস্যকর ঘটনা উঠে এসেছে। ইউটিউবে অনেক সম্মিলিত ভিডিও একত্রিত করে প্রকাশিত হয়েছে যার মধ্যে একটি ভিডিও হাসির রোল তুলেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন লোক একটি স্পিড বোটে করে মাঝ সমুদ্রে আনন্দ উপভোগ করছিলেন। হঠাৎ করেই তাদের মধ্যে একটি লোক স্পিডবোট থেকে সমুদ্রের মাঝে সাঁতার কাটবে বলে ঝাঁপ দেয়।

এই দৃশ্য দেখে আরেকটি লোক তাকে অনুকরণ করতে যান। নৌকা থেকে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হন তিনি কিন্তু হঠাৎ করেই পা স্লিপ করে সরাসরি সমুদ্রে পড়ে যান। অর্থাৎ তাকে আর আলাদা করে ঝাঁপ দেওয়ার প্রয়োজন পরলো না। আর এই ঘটনাটি সামনে আসতেই ব্যাপক পরিমাণে হাসির পরিবেশ সৃষ্টি করেছে।

ওপর দিকে আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে নদীর কিনারে বোটে বসে রয়েছে চার জন ব্যক্তি, হঠাৎই নদীর পার থেকে এক বিশালাকার কুমির তাদের বোটের উপর দিয়ে জলে নেমে যায়।

Related Articles