অফবিটভাইরাল ভিডিও

৫ বছরের খুদের ‘নিখুঁত’ স্যালুটের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়, উঠল প্রশংসার ঝড়

সেনাবাহিনীকে সামনে থেকে দেখলেই ছেলে এক্কেবারে ‘সাবধান’ পোজে দাঁড়িয়ে পড়ে।

Advertisement
Advertisement

মাত্র ৫ বছর বয়সের শিশুর এমন কান্ড দেখে অবাক দেশবাসী। উচ্চতা আড়াই থেকে তিন ফুট হবে। তাহলে কি হবে? এই বয়সে এত সুন্দর স্যালুট করবে, যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। এই স্যালুট করবার কাজে সে একেবারে ওস্তাদ। সেনাবাহিনীকে সামনে থেকে দেখলেই ছেলে এক্কেবারে ‘সাবধান’ পোজে দাঁড়িয়ে পড়ে। আবার বিশ্রাম করতে বললে, তবেই বিশ্রাম পোজ নেয়। আর খুদের এই কীর্তি এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

আর খুদের এই প্রতিভা দেখে তাঁকে সম্মানিত করেছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশও। এই সৈনিকের নাম নাওয়াং নামগয়াল। সে লাদাখের সীমান্ত এলাকার ছোট্ট একটি গ্রামের বাসিন্দা। সেখানকার স্থানীয় স্কুলে লোয়ার কিন্ডারগার্ডেনে পড়ে নাওয়াং। অক্টোবর মাসে নাওয়াংয়ের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল ITBP জওয়ানদের একটি দল। আর এই জওয়ানদের দেখেই রাস্তায় দাঁড়িয়ে পড়ে পাঁচ বছরের খুদে।

শুধু দাঁড়িয়ে পড়াই নয়, জওয়ানদের দেখে সে স্যালুট করতে শুরু করে। তখনই তাঁর ভিডিও তুলে নেন এক জওয়ান। এমনকি সেই খুদেকে স্যালুট করবার কায়দাও শেখানো হয়। আর এই ভিডিও সেইসময় তোলা হয়। তাঁর এই ভিডিও পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ৫ বছরের খুদেকে ITBP-র পক্ষ থেকে সম্মানিত করা হয়। সেনার পোশাক দেওয়া হয় তাঁকে।

আর এই পোশাক পেয়ে সে এতো খুশি হয়েছে যে আবার স্যালুট করেছে সকলকে। আর এবার এক্কেবারে ঠিকভাবে স্যালুট জানায় এই খুদে। এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। সকলেই তাঁকে ভালোবাসা দিয়েছেন।

Related Articles