Advertisements

নাতনির বিয়েতে তুমুল নাচলেন ১১০ বছরের ঠাকুমা! ভাইরাল ভিডিও

Advertisements

কে বলেছে সোশ্যাল মিডিয়া কেবল যুবক যুবতীদের রমরমা?? প্রতিমুহূর্তে প্রবীন প্রজন্মর মানুষরা প্রমান করে দিচ্ছে তারাও কোনো অংশে কম নন। বৃদ্ধ বৃদ্ধারা প্রমান করে দিচ্ছেন বয়স কেবলমাত্র সংখ্যা ছাড়া কিছু নয়। আসলে জীবনকে উপভোগ করতে পারলে আপনি 60 বা 90 এও যুবতী না পারলে কুড়িতেই বুড়ি।

কাচা পাকা চুল জানান দিচ্ছে বয়স ছুঁয়েছে বার্ধক্যে কিন্তু এই বার্ধক্য মনকে ছুঁতে পারেনি, বেরঙীন করতে পারেনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তুমুলভাবে নাচ করছে এক বৃদ্ধা। এই বয়সে যেখানে পায়ে বা হাটুর ব্যাথায় কাত হয়ে যান মানুষজন সেখানে এই বৃদ্ধার বিরামহীন নাচ আর তার এনার্জি দেখলে অবাক হতে হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কোন এক গ্রামের বিয়েতে বাড়ির মহিলারা আনন্দ করছেন আর নাচছেন। তারপরে তারা এক বৃদ্ধাকে নিয়ে নাচতে শুরু করেন। বৃদ্ধা ও সাবলীলভাবেই তাদের সাথে গানের তালে তালে নাচতে নাচতে শুরু করেন। আর বৃদ্ধার এনার্জি দেখে মুগ্ধ হয়ে গেছেন সবাই।

বিবিটিভি এনজয় নামের একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে ভিডিওটি পোস্ট করা হতেই মুহুর্তের মধ্যেই এটি ভাইরাল হয়েছে। প্রতিটি মানুষ বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। লাইক ও কমেন্ট বাড়ছে প্রতিনিয়ত। এই বয়সেও তিনি যেভাবে মুহূর্তকে উপভোগ করছেন তা সকলকে অনুপ্রেরণা যোগায়।

Related Articles