অফবিট

মহিষের গর্ভে জন্ম নিল এক অদ্ভুত ছানা! চক্ষু চড়কগাছ বিশেষজ্ঞদের

প্রতিনিয়ত পৃথিবীর নানা প্রান্তে নানা আশ্চর্য ঘটনা ঘটে চলে যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রত্যক্ষ করতে। অনেক ঘটনায় আমাদের অবাক করে দেয়। এই যেমন একটি মোষ সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার তা নিয়ে হৈচৈ কেন? আসলে সদ্যোজাত ঐ বাছুরের দুইটি মাথা রয়েছে আর তাই নিয়ে তীব্র চাঞ্চল্য ভেঙ্কটেশ্বরার গ্রামে। একের পর এক মানুষ আসছেন এই ঘটনাকে চাক্ষুষ দেখার জন্য। রাতারাতি সেলিব্রেটি এখন অন্ধপ্রদেশের কৃষক ভেঙ্কটেশ্বরা রাও।

ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের কৃষ্ণা জেলায় রেডিকুডা অঞ্চলের রুদ্রভরম গ্রামে। সেখানেই পরিবারকে সঙ্গে নিয়ে বসতবাড়ি কৃষক ভেঙ্কটেশ্বর রাওয়ের। এর আগেও তার এই মোষটি আরেক তাজ্জব কান্ড ঘটিয়েছিল। সেই বার সবুজ রঙের একটি বাছুরের জন্ম দিয়েছিল। তখনও বহু মানুষ ভীড় করেছিল এই আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করতে।

তবে তাজ্জব হয়েছেন পশুচিকিত্সক থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল। একই মোষ প্রথমবার সবুজ রঙের সন্তান আবার পরের বার দুই মাথা সন্তানের কি করে জন্ম দিতে পারে। গবেষকরাও রীতিমতো দ্বন্দ্বে পড়েছেন তাদেরও চক্ষু চড়কগাছ। দুমুখো সাপ দেখা গেছে কিন্তু দুমাথার বাছুরের জন্ম এ দেশে নজিরবিহীন।

প্রসঙ্গত সূত্র থেকে খবর ওই বাছুরটি বর্তমানে একদম সুস্থ আছে, ওজনের ঠিকঠাক। কিন্তু কীভাবে এই অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে তা নিয়ে রিসার্চ করছেন গবেষকরা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles