Advertisements

৯ টা ১২ বারাসাত লোকাল, ট্রেনের কামরায় চলছে মদের আসর! দেখুন ভিডিও

Advertisements

ট্রেনের কামরায় ধূমপান বা মদ্যপান দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য কঠিন সাজা পেতে হতে পারে জেনেও নিজেদের সংযত রাখতে পারেন না বহু ট্রেন যাত্রী। ট্রেনের মধ্যে ধূমপানের ঘটনা মাঝে মধ্যেই চোখে পরে। তাই বলে চলন্ত ট্রেনের কামরায় পুরুষ ও মহিলা যাত্রীদের সামনে বসে এইভাবে মদ্যপান! সত্যি অভাবনীয়।

সম্প্রতি সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের কামরায় বসে রয়েছেন পুরুষ ও মহিলা বেশ কয়েকজন যাত্রী। জানলার পাশে বসে থাকা এক ব্যাক্তি হঠাতই তার ব্যাগ থেকে মদের বোতল বের করে নির্দ্বিধায় পান করতে শুরু করেন। শুধু তাই নয় তার সামনের সিটে আর একজন ব্যক্তিকেও দেন পান করার জন্য। এই দৃশ্য দেখে অন্য কোনো যাত্রীরা প্রতিবাদ করেনি। বরং নিজের জায়গা ছেড়ে অন্য জাগায় গিয়ে বসেন।

এই ঘটনাটি ঘটেছে গত রবিবার আন্তর্জাতিক নারীদিবসের দিন। জানা গেছে, শিয়ালদহ-বনগাঁ শাখার রাত ৯টা ১২ বারাসাত লোকাল যখন বিধাননগর ছেড়ে দমদম ঢুকছে সেই সময় নিজের ব্যাগ থেকে মদের বোতলটি বের করে সবার সামনে তা পান করা শুরু করেন ওই দুই ব্যক্তি। চলন্ত ট্রেনের কামরায় এই অপরাধ মূলক কাজের ভিডিও করে রাখেন এক যুবক। ভিডিওটি সোসাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই ভিডিও-

https://youtu.be/R6KGmvEOI68

Related Articles