শিয়ালের প্রাণ বাঁচাতে কুয়োতে ঝাঁপ! মানবিকতার নজির গড়লো খুদে বালক

‘মান’ আর ‘হুঁশ’ এই দুটি শব্দ দিয়ে তৈরি মানুষ কথাটি। অর্থাৎ মান আর হুঁশ আছে যার মধ্যে সেই প্রকৃত মানুষ। মানবিকতার নজির গড়লো একটি খুদে বালক। এক শিয়ালের প্রাণ বাঁচাতে নিজের জীবনের চিন্তা না করেই প্রায় তিন, চার তলার সমান একটি কুয়োর মধ্য নেমে পড়ে। শিয়াল স্বভাবতই খুব ভয়ঙ্কর প্রাণী। কিন্তু কুয়োতে পড়ে গিয়ে সেও পড়েছে মহাবিপাকে। তাকে উদ্ধার করতে নেমেছে ন বছরের এক ইয়েমেন বালক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বালকের দুঃসাহসীক কার্যকলাপের চিত্র। সেখানে দেখা গেছে কুয়োতে নামার জন্য বালকটি কোনরকম দড়ি বা অন্য কিছুর সাহায্য ছাড়াই দিব্যি তরতর করে কতটা নেমে শেয়াল টাকে তুলে আনছে। শিয়ালটির প্রতি অতিরিক্ত ভালোবাসা ছাড়া এমন কাজটি করা বোধহয় সম্ভব নয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি বন্যপ্রাণীকে কে বাঁচাবে? সত্যি ছেলেটির এমন সাহসিকতা, তবে সাহসিকতা বললে ভুল হয়, দুঃসাহসিকতার জন্য তাকে ধন্যবাদ জানাতেই হয়। শেয়ালটি তার পোষা কিনা তা হয়তো কারো জানা নেই, পোষা হোক বা না হোক ছেলেটি মানবিকতার যে পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।