Advertisements

লকডাউন, শহর পরিদর্শনে পেঙ্গুইনের দল! মুহূর্তেই ভাইরাল ভিডিও

Advertisements

করোনা সংক্রমণে ভুগতে হচ্ছে এখন সারা পৃথিবীকে। এই মারণ রোগ যাতে না ছড়ায় তার জন্য লক ডাউনের পথে হেঁটেছে বিশ্বের বেশিরভাগ দেশ। শুধু প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর বন্দী থাকতে হচ্ছে সবাইকে, ঠিক যেন খাচার ভিতর থাকার মত অবস্থা, যেখানে মানুষেরা বাইরে যেতে পারছেন না আতঙ্কে, পারছেন না মন খুলে আনন্দ করতে, ঠিক যেমন চিড়িয়াখানায় থাকা প্রাণীদের মতোন বা এক আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়ানো পক্ষী পায়ে বেড়ি পরানোর মতোন। কিন্তু এই লকডাউনের এর মধ্যে বেশ আছেন না-মানুষেরা। রাস্তাঘাটে মানুষ না থাকায় মনের আনন্দে নির্ভয় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে তারা।

এই যেমন আফ্রিকান পেঙ্গুইন এমনিতে তাদের লোকালয়ে দেখতে পাওয়া রীতিমত পৃথিবীর অষ্টম আশ্চর্য ব্যাপার, কিন্তু সেই তাদেরই দেখা গেল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিরিবিলি রাস্তায়। সাউদার্ন আফ্রিকান ফাউন্ডেশন ফর দা কনজারভেশন অফ কোস্টাল বার্ডস নামে একটি সংস্থা সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে 3 পেঙ্গুইন পথেই হেঁটে পায়চারি করছে আর এই ভিডিও ভাইরাল হতেই লক্ষ লক্ষ মানুষ আনন্দ পেয়েছেন।

যারা মূলত সমুদ্রের ধারে থাকে তারাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর সবচেয়ে মজার বিষয় ভিডিও দেখলে মনে হবে এই তিন পেঙ্গুইন যেন বন্ধু, হাঁটতে হাঁটতে তারা একে অপরের দিকে বেশ ভালো করেই খেয়াল রাখছে। কেউ একজন পিছিয়ে গেলে দাড়িয়ে পড়ছে, তার আসার অপেক্ষা করছে। এই ভিডিও দেখলে মন খুশি হতে তো বাধ্য।

Related Articles