নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

লকডাউন! ভ্যান ভর্তি সবজি উল্টে রাস্তায় ফেলে দিল সিভিক পুলিশ! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় তুঙ্গে

প্রীতম দাস : নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবার মনে আতঙ্কের একটাই নাম – করোনা। এই মহামারীকে আটকানোর জন্য সরকারের তরফ থেকে সবাইকে নিজও নিজও ঘরে আইসোলেশন এ থাকবার কথা অনুরোধ করা হয়েছে। কিন্তু মানুষের মনের মধ্যে নানা ধরনের সন্দেহের মেঘ ও

Published By: Sangbad Safar Desk | Updated:

প্রীতম দাস : নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবার মনে আতঙ্কের একটাই নাম – করোনা। এই মহামারীকে আটকানোর জন্য সরকারের তরফ থেকে সবাইকে নিজও নিজও ঘরে আইসোলেশন এ থাকবার কথা অনুরোধ করা হয়েছে। কিন্তু মানুষের মনের মধ্যে নানা ধরনের সন্দেহের মেঘ ও আতঙ্ক দানা বেঁধেছে নানা সরকারি আশ্বাস সত্ত্বেও।

আপনার জন্য নির্বাচিত

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা জারি করে বলেছেন যে কোন সবজির গাড়িকে আটকানো যাবে না। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। মনে করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কোন একটি জায়গার ঘটনা যদিও আমাদের নিউজডেস্ক এই ঘটনার ব্যাপারে কোন যাচাই করেনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকজন সিভিক পুলিশ সবজি ভর্তি ভ্যান উল্টে ফেলে দিচ্ছে রাস্তায়।

বিপদের সময় এই দুর্দিনে খাদ্য সামগ্রী এইভাবে রাস্তায় ফেলে নষ্ট করে দেওয়া সমীচীন এর পরিচয় কি এই নিয়ে সরব হয়েছেন বহু মানুষ। ঘটনাটি যেখানকার ই হোক না কেন খাবারের জিনিস এইভাবে রাস্তায় উল্টে ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া কোন সমর্থনযোগ্য কাজ নয়। এটি দুর্ভাগ্যজনক ও হৃদয়বিদারক। দেখুন সেই ভিডিও-