লকডাউনে মন মানে না! ‘বিয়ার চাই’ গৃহবন্দী বৃদ্ধা

লকডাউনে গৃহবন্দি বৃদ্ধা, একহাতে পোস্টার আর একহাতে একটি বিয়ারের ক্যান নিয়ে বিয়ার চাইছেন। ঘটনাটি পেনসিলভেনিয়ার 93 বছর বয়সে পেনশনভোগী এক মহিলাকে নিয়ে ,তার নাম ওলিভ। তিনি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সারাদিন বাড়িতেই রয়েছে। কিন্তু তার মজুত করে রাখা এতদিনের বিয়ার শেষ হতে চলেছে। তাই সৃজনশীল হয়ে তিনি বিয়ারের সরবরাহ ঠিকঠাক রাখার দাবি জানিয়েছেন। হাতে একটি পোস্টার নিয়ে জানলার সামনে দাঁড়িয়ে বিয়ারের যোগান দেওয়ার দাবি তুলেছেন বৃদ্ধা। পোস্টারে লেখা- I need more beer. একহাতে বিয়ারের একটি ক্যান অন্য হাতে পোস্টার তার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোয়ারান্টিনে তিনি থাকতে চান মন থেকেই, কিন্তু এই বয়সে এসে তার নিত্যদিনের সঙ্গী কেউতো প্রয়োজন পড়ন্ত বিকেলে একটি বিয়ারের ক্যান হাতে নিয়ে বারান্দায় দাঁড়ানো অভ্যাস তার কিন্তু তাতেও কি ইতি পড়বে?আবার এ দিকে লকডাউন এর সময়সীমা বাড়ছে তাই এই অভিনব পদ্ধতিতে তিনি সাহায্য চাইলেন।তিনি একজন 93 বছরের যুবতী বিয়ারপ্রেমী।
দশ লাখের বেশি মানুষ এই ছবি দেখেছেন অনেকেই তার জন্য বিয়ার পাঠানোর প্রস্তাব দিয়েছেন কেউ কেউ এই বিষয়ে উদ্যোগ নিয়ে নিয়েছেন ।করোনার প্রকোপ থেকে বাঁচতে বয়স্কদের সাবধান থাকতে বলেছেন সরকার কোনো কোনো দেশে তাদের বাড়তি যত্ন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।