লকডাউনে বাজার করতে গিয়ে বিয়ে! সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল যুবক

Advertisement

দেশজুড়ে চলছে করোনা প্রতিরোধে দ্বিতীয় দফার লকডাউন। এই পরিস্থিতিতে অত্যন্ত জরুরী কালীন অবস্থা ছাড়া বাইরে বেরোনো‌ একেবারেই নিষেধ। সেইমতো অত্যাবশ্যকীয় পণ্য কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল এক যুবক। কিন্তু সেই যুবক যখন বাড়ি ফিরল তখন তাকে দেখে বাড়ির লোকের চক্ষু চড়কগাছ। রাগে যুবকের মা ছুটল থানায়। যুবকের মা এবং পরিবারের অন্যান্যরা জানায়, এদিন সকালবেলা যুবক জরুরি কিছু জিনিস কেনার নাম করে বাড়ি থেকে বের হয়। বের হওয়ার কিছুক্ষণ পর সে যথারীতি বাড়িতে ফিরেও আসে। কিন্তু বাড়ি থেকে সে একা বেরোলেও সে কিন্তু একা ফেরেনি। যুবকের পাশেই দাঁড়িয়ে রয়েছে নববধূ।

Advertisements

যুবকের কাছ থেকে ওই নববধূর পরিচয় জানতে চাওয়ায় যুবক তার মা কে বলে ওই তরুণীকে বিয়ে করে নিয়ে এসেছে সে। অর্থাৎ প্রয়োজনীয় জিনিস কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যথারীতি বিয়ে করে বাড়ি ফিরেছে ওই যুবক। এখন থেকে ওই নববধূ এখানেই থাকবে এবং এটাই তার শ্বশুরবাড়ি, একথা ওই যুবক তার মাকে স্পষ্ট জানিয়ে দেন। তবে কিছু না জানিয়ে আচমকা এমন বিয়ে করে ফিরে আসায় সেই বিয়ে মানতে নারাজ ওই যুবকের মা এবং পরিবারের বাকি সদস্যরা। তাই সেই তরুণী নববধূকে ছেলের স্ত্রী হিসেবে ঘরে তোলেননি যুবকের মা। তার পরিবর্তে ওই যুবকের মা যুবককে অর্থাৎ তার ছেলেকে ও সেই নববধূকে নিয়ে সোজা থানায় পুলিশের দ্বারস্থ হন। থানায় যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Advertisements

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরে থানার সামনে একটি চেয়ারে বসে রয়েছেন ওই মহিলা এবং বেশ খানিকটা দূরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নববধূ ও পাশে মাস্ক পরে দাঁড়িয়ে তাঁর স্বামী অর্থাৎ ঐ মহিলার ছেলে। মহিলার অভিযোগ, বিয়ের কোনও প্রমাণ দিতে পারেননি তাঁর ছেলে। এমনকী কোথায় বিয়ে হয়েছে বা কোন পুরোহিত তাঁর বিয়ে দিয়েছেন, সে ব্যাপারেও কিছু স্পষ্ট বলতে পারছেন না ওই যুবক। সবকিছু ঠিকঠাক না জেনে কিছুতেই নববধূ নিয়ে বাড়িতে ঢুকতে দেবেনা বলে পন করে থানার সামনে বসে রয়েছে ওই মহিলা। মহিলার কান্ড-কারখানা দেখে অবাক সকল পুলিশকর্মী। ভিডিওর কমেন্ট সেকশনেও ভিডিওটির পরিপ্রেক্ষিতে চলছে হাসির খোরাক।

Related Articles