whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

লকডাউনে বন্দি মানুষ, মুক্ত প্রাণীদের দল! সমুদ্র উপকূলে মিলল তারই প্রমাণ! ভাইরাল ভিডিও

করোনার দাপটে মানুষ ঘরবন্দি। ঠিক যেন খাচার ভিতরে থাকার মতো অবস্থা। মানুষেরা বাইরে যেতে পারছেন না আতঙ্কে, পারছেন না মন খুলে আনন্দ করতে ঠিক যেমন চিড়িয়াখানায় ধরে রাখা হয় প্রানীদের…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনার দাপটে মানুষ ঘরবন্দি। ঠিক যেন খাচার ভিতরে থাকার মতো অবস্থা। মানুষেরা বাইরে যেতে পারছেন না আতঙ্কে, পারছেন না মন খুলে আনন্দ করতে ঠিক যেমন চিড়িয়াখানায় ধরে রাখা হয় প্রানীদের বা এক আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়ানো পক্ষী পায়ে বেড়ি দেওয়া হয় আজ যেন মানুষের এইরকম অবস্থা। এই কারণেই কি বর্তমানে নির্ভয়ের স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীর দল? সম্প্রতি বোম্বে হায় এ দেখা গেছে তিমির দলের সাঁতার কাটার ছবি। পোস্টটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই অবাক হয়েছেন নেটিজেনরা যদিও এবারেও ছবির সত্যতা নিয়ে উঠে এসেছে প্রশ্ন।

আপনার জন্য নির্বাচিত

মুম্বাইয়ের উপকূলের পাড়ায় 176 কিলোমিটার দূরে অবস্থিত বোম্বে হায় তৈল শোধনাগার ভিডিওটিতে এই জায়গার উল্লেখ করা হচ্ছে। অনলাইনে ভাইরাল ভিডিওতে তিমিগুলিকে ফটিক স্বচ্ছ জলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে যা দেখে মনে হচ্ছে কোন জাহাজ থেকে ছবি তোলা হয়েছে কিন্তু আবার অনেকেই দাবি করেছেন ভিডিওটি ভুয়ো। যেমন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভীন কাসওয়ান বলেছেন ভিডিওটিতে অবশ্যই তিমি দেখা যাচ্ছে। কিন্তু এটি বোম্বের হাইতে ধরা পড়েনি।তাই এখনও ধোয়াশা রয়ে যাচ্ছে এই ভিডিও নিয়ে।

তবে তিনি আরো বলেছেন বোম্বে হাই এর তিমি গুলির পিঠে তেলের দাগ কোনো অস্বাভাবিক ঘটনা নয় তবে তিমিগুলি আরব সাগরে বাসিন্দা। মানুষের সাড়া শব্দ না পেয়ে চলে এসেছে সাঁতার কাটতে কাটতে। ONGC তরফ থেকে জানানো হয়েছে মানুষের ভয়ে এভাবে বন্যপ্রাণীরা মুক্ত আনাগোনা করতে পারত না কিন্তু এখন নির্বিঘ্নে তারা ঘোরাফেরা করতে পারছে।আর এই কারনে মোবাইলে ছবি তুলতেও নিষেধ করেছেন সবাইকে।