লকডাউনে নির্মম পরিস্থিতি, পেটের জ্বালা মেটাতে মানুষের খাবার বিষাক্ত সাপ

Advertisement

আজ বিশ্ব মহামারী সাথে লড়াই করছে ভারত। এই মুহূর্তে দেশজুড়ে চলছে লক ডাউন ফলে আর্থিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ছে, প্রচুর মানুষ কর্মহীন। ক্ষুধার জ্বালাতে পূর্ণিমার চাদকেও ঝলসানো রুটি মনে হয়েছিল কবির, এই মানুষগুলোর অবস্থাও প্রায় এরকম। দিন আনে দিন খাওয়া মানুষদের ক্ষুধার জ্বালা নিয়ে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হচ্ছে।

Advertisements

অরুণাচল প্রদেশে একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে একরকম বাধ্য হয়ে খিদের জ্বালায় সেখানকার একদল শিকারি 12 ফুট এর একটি বিষধর গোখরা সাপ শিকার করে খিদে মিটিয়েছেন। ভিডিওটি প্রকাশের পর এই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায় ওই ভিডিওতে শিকারী বলেন যে তারা জঙ্গলে গিয়ে কিং কোবরা সাপ থেকে ধরে নিয়ে এসেছেন। এরপর ওই সাপটিকে মেরে তার ছাল ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেলে তাকে টুকরো টুকরো করে কেটে কলপাতায় রেখে, তারপর আগুনে জ্বালিয়ে ভালো করে রান্না করেন। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গোখরো সাপ সংরক্ষিত প্রজাতির সরীসৃপ একে স্বীকার করলে জামিন অযোগ্য ধারায় জেল হয়। ওই ঘটনা জানাজানি হওয়ার পর তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটা মামলা দায়ের করা হয়েছে এমনটাই জানিয়েছেন বনবিভাগের আধিকারিকরা।

Advertisements

ওই তিন শিকারীর বক্তব্য যে এই মহামারী রুখতে দেশে লকডাউন চলছে তার জেরে তাদের বাড়িতে একটা দানাও চাল নেই, কোনোরকম সাহায্যও করা হয়নি তাদের। তাই কার্যত বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে, পেটের জ্বালা না মেটাতে পারলে মৃত্যুর জন্য দিন গোনা ছাড়া আর উপায় ছিল না তাদের।

Related Articles