লকডাউনে আশ্চর্য বাঁদর, নিপুণ দক্ষতায় ওড়াচ্ছে ঘুড়ি! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Advertisement

করোনার জেরে লকডাউন দেশ। সমস্ত কাজ কর্ম ছেড়ে ঘরবন্দি মানুষ। বিশেষ সময়, ভয় নেই মানুষের হাতে পোহারিত হওয়ার। মনের আনন্দে এদিক ওদিক বিচরণ করছে পশু পাখি। সমস্ত ধরণের পশুদের মধ্যে ভীষণ বুদ্ধিমান বাঁদর। কয়েকদিন আগেই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বাঁদররা সুইমিং পুলে জমিয়ে পুল পার্টি করছে

Advertisements

এবারের ভিডিওটি অবাক করার মতো। মানুষের মতো দক্ষ ভাবে ঘুড়ি ওড়াচ্ছে একটি বাঁদর। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে আনন্দের সাথে সাথে অবাকও হয়েছে সকলে। এত দক্ষ ভাবে ঘুড়ি ওড়ানোর কৌশল কিভাবে রপ্ত করলো বাঁদরটি? প্রশ্ন সকলের মনে।

Advertisements

সুশান্ত নন্দ নামে এক আই.এফ.এস অফিসার এই ভিডিওটি টুইট করে লিখেছেন ‘হ্যাঁ, এটা একজন বাঁদর’। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছাদের ধারে বসে দিব্যি ঘুঁড়ি উড়িয়ে যাচ্ছে এক বাঁদর। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই প্রায় হাজারের উপর লাইক এবং ৪০০ টি রিয়াকশন পড়ে যায়। বেশিরভাগ প্রতিক্রিয়ায় ছিল প্রচন্ড বিস্ময়ের।

Related Articles