চোরের চালাকি, সবার চোখের সামনেই গায়েব করছে রেশনের চাল! দেখুন ভাইরাল ভিডিও
Advertisement

গরিব মানুষের সাহায্যার্থে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল দেয় সরকার। নিজেদের স্বার্থের জন্য গরিবের মুখের খাবার কেড়ে নিচ্ছে রেশনের লোক। সকলের চোখের সামনেই চুরি করছে। কিন্তু কারো বোঝার উপায় নেই। বুঝবেনই বা কি করে জনগণের চোখকে ফাঁকি দিয়ে চাল চুরি করার তার যা কৌশল দেখলে অবাক হবে।
Advertisements
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে কি সুক্ষ হাতে সবার সামনে চাল চুরি করছেন রেশনের লোক। চাল মাপার সময় কম্পিউটার পাল্লার উপরে চাপিয়ে দিচ্ছেন একটি ওজন। তারপর চাল দেওয়া হয়ে গেলে আবার নামিয়ে নিচ্ছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সন্তোষ ভক্ত নামের এক ব্যাক্তি। কিন্তু এই ঘটনাটি কোথাকার তা উল্লেখ করেননি তিনি। ভিডিওটি ভাইরাল হতেই ক্ষিপ্ত হয়েছে নেটিজেনরা। দেখুন সেই ভিডিও-
Advertisements