নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

বিয়ে করতে গিয়ে বউয়ের পায়ে হাত! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বর

সঙ্গীতা বাগ : সোশ্যাল মিডিয়া বা আশেপাশের অঞ্চল, যেদিকেই তাকানো যায়, সেদিকেই বিয়েবাড়ি। বিয়ে নামক অনুষ্ঠানটি শুধু নামেই সামাজিক অনুষ্ঠান নয়, একেবারে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে সত্যিই একটা জমজমাট ইভেন্ট বলা যেতে পারে। একটি বিয়েবাড়িতে যেমন অনেক ভালো ঘটনা ঘটে, তেমনই

Published By: Sangbad Safar Desk | Updated:

সঙ্গীতা বাগ : সোশ্যাল মিডিয়া বা আশেপাশের অঞ্চল, যেদিকেই তাকানো যায়, সেদিকেই বিয়েবাড়ি। বিয়ে নামক অনুষ্ঠানটি শুধু নামেই সামাজিক অনুষ্ঠান নয়, একেবারে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে সত্যিই একটা জমজমাট ইভেন্ট বলা যেতে পারে। একটি বিয়েবাড়িতে যেমন অনেক ভালো ঘটনা ঘটে, তেমনই নানা খারাপ ঘটনাও ঘটে থাকে। নানারকম রীতি নীতি, নিয়ম, আচার মেনে সামাজিক ভাবে বিয়ে হওয়ার একটা আলাদাই গুরুত্ব থাকে। নিমন্ত্রিতরা আসেন, একজোট হন, প্রীতিভোজ, পারস্পরিক কুশল বিনিময়, আশীর্বাদ-অভিনন্দন-শুভেচ্ছা প্রদান…. এভাবেই যেন দুই সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই কারণেই তো মানুষ এখনও দুই পরিবারের মেলবন্ধনের সামাজিক স্বীকৃতিকে সবাইকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

আপনার জন্য নির্বাচিত

এই বিয়ের মরশুমে ঘটতে থাকা অনেক বিয়ের অনুষ্ঠানের মধ্যে একটি ঘটনা বেশ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। একটি ভিডিও, যেখানে দেখা গেছে, একটি বিয়েবাড়িতে বিয়ের পর স্ত্রী তার স্বামীকে প্রণাম করছে। এতটা তো বেশ ঠিক ছিল। এরপরই ঘটে অভাবনীয় ব্যাপারটি। পরের মুহূর্তেই দেখা যায়, স্বামীটিও তার স্ত্রী কে প্রণাম করছে। এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়াতে ছড়াতে বেশি সময় নেয় না। যদিও ভিডিওটির সত্যতা যাচাই এর ব্যাপারে কিছু জানা যায়নি।