বিয়ের পরে নতুন বউয়ের এমন কান্ড! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়

Advertisement

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর যখন মেয়েরা শ্বশুর বাড়ি যায় তখন কান্নার রোল ওঠে।একযুগ নিজের বাড়িতে কাটিয়ে সেই পরিবার স্বজন সকলকে ছেড়ে অন্যত্র সংসার করতে যেতে হয় একটা মেয়েকে যা সত্যি দুঃখের।এতো বড়ো ত্যাগ স্বীকার অবশ্যই একটি মেয়েই করতে পারে। বিয়ে জীবনের একটি ধাপ সেখানে ভালোবাসার মানুষটির সঙ্গে নতুন জীবনে পদার্পণ করার আনন্দ যেমন থাকে পরিবার পরিজনকে ছেড়ে যাওয়ার দুঃখও থাকে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ের পরে নতুন বউ কান্নায় ভেঙে পড়েছেন। পরিবার-পরিজন তো আছেই তারই সঙ্গে এত দিনের পুরনো সঙ্গী পোষা কুকুরটিকে ফেলে রেখে যেতে হবে এটা যেন দুঃখ দ্বিগুণ করে তুলেছে।

Advertisements

সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করা হয় আর মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে সদ্য বিয়ে হয়েছে এখন মহিলার আর বিয়ের সাজ-এই সে জড়িয়ে ধরেছে বাড়ির পোষ্য কুকুরটিকে। যত্নে থাকা এতদিনের সঙ্গীকে উজার করে দিচ্ছে ভালোবাসা কিন্তু সরল সেই কুকুরটি বুঝতে পারছেনা কিছুক্ষণ পরেই সেই আদর আর পাবে না প্রতিমুহূর্তে সঙ্গ পাবেনা।সেই পোষ্য কে ফেলে রেখে যাওয়ার যন্ত্রনায় চোখ ভেঙে জল আসছে মেয়েটির।

এই ভিডিও দেখার পরপরই নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই বলেছেন এমন ভাবে আদরের সঙ্গী হয়ে থাকা পোষ্যদের ছেড়ে আসা বড় মুশকিলে তাই এই ভিডিও দেখে সকলের চোখে জল আসতে বাধ্য।

Related Articles