নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

বিয়ের পরেই বরকে নিয়ে নতুন বউয়ের এমন কাজ! মুহূর্তে ভাইরাল ভিডিও

কথায় আছে “দিল তো বাচ্চা হে জী” – সত্যি বলতে আমরা যতই বড়ো হয়ে যায় না কেন যতই ব্যস্ততা ঘিরে রাখুক আমাদের কিন্তু তারমধ্যেও জীবনটাকে উপভোগ করতে জানতে হয়। বাচ্চাদের মতোই সব সমস্যা ভুলে মেতে উঠতে হয়। মানুষের জীবনে মজা

Published By: Sangbad Safar Desk | Updated:

কথায় আছে “দিল তো বাচ্চা হে জী” – সত্যি বলতে আমরা যতই বড়ো হয়ে যায় না কেন যতই ব্যস্ততা ঘিরে রাখুক আমাদের কিন্তু তারমধ্যেও জীবনটাকে উপভোগ করতে জানতে হয়। বাচ্চাদের মতোই সব সমস্যা ভুলে মেতে উঠতে হয়। মানুষের জীবনে মজা অত্যন্ত জরুরী ,মজাই মানুষকে সঠিক ভাবে বাঁচতে শেখায়। আনন্দে বাচা ছাড়া জীবনে আর অন্য কিছু নেই । আনন্দ করে জীবনের বেশিরভাগ সময় কাটানো সকলের উদ্দেশ্য ।জীবনে আনন্দ থাকলে তবেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায়।

আপনার জন্য নির্বাচিত

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর যখন মেয়েরা শ্বশুর বাড়ি যায় তখন কান্নার রোল ওঠে।একযুগ নিজের বাড়িতে কাটিয়ে সেই পরিবার স্বজন সকলকে ছেড়ে অন্যত্র সংসার করতে যেতে হয় একটা মেয়ে যা সত্যি দুঃখের।এতো বড়ো ত্যাগ স্বীকার অবশ্যই একটি মেয়েই করতে পারে। কিন্তু বিয়েও জীবনের একটি ধাপ ।ভালোবাসার মানুষটির সঙ্গে নতুন জীবনে পদার্পণ খুশিরই মুহুর্ত।মা বাবার সাথে ভৌগলিক দূরত্ব যে দুঃখে কারন হতে পারে না তা প্রমান করে দিল এই মেয়েটি।জীবনে প্রত্যেকটা মুহুর্ত আনন্দ করে বরন করে নিতে হয় এমনটাই শিখিয়ে দিল সে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ের পরে নতুন বউয়ের বেসে স্ত্রী স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছেন আর পিছনে বসে আছেন বর।ভিডিও দেখে বোঝাই যাচ্ছে বেশ আনন্দেই যাচ্ছেন তারা।