বাবার সঙ্গে মজা করতে গিয়ে একি করছে বাচ্চা মেয়ে দুটি! ভাইরাল ভিডিও

কথায় আছে “দিল তো বাচ্চা হে জী” – সত্যি বলতে আমরা যতই বড়ো হয়ে যায় না কেন যতই ব্যস্ততা ঘিরে রাখুক আমাদের কিন্তু তারমধ্যেও জীবনটাকে উপভোগ করতে জানতে হয়। বাচ্চাদের মতোই সব সমস্যা ভুলে মেতে উঠতে হয়। মানুষের জীবনে মজা অত্যন্ত জরুরী ,মজাই মানুষকে সঠিক ভাবে বাঁচতে শেখায়। আনন্দে বাচা ছাড়া জীবনে আর অন্য কিছু নেই । আনন্দ করে জীবনের বেশিরভাগ সময় কাটানো সকলের উদ্দেশ্য ।জীবনে আনন্দ থাকলে তবেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায়।
প্রতিনিয়ত পৃথিবীর নানা প্রান্তে নানা আশ্চর্য
ঘটনা ঘটে চলেছে। প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন জিনিস ঘটে চলেছে যা হয়তো আমরা প্রত্যক্ষ করতে পারিনা। তবুও সোশ্যাল মিডিয়ার ফলে অনেক রকম ঘটনার সাক্ষী থাকতে পারি। নানান ধরনের কাজকর্মের নানান রকমের মানুষ ভাইরাল হয়ে থাকেন যেগুলো আমাদের যথেষ্ট মজাও দেয়।
এমনই একটি মজার ভিডিও দেখতে পাওয়া গেছে যা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। ভিডিওটি বাবার দুই সন্তানকে নিয়ে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বাবার সাথে নানান রকমের কাজের সঙ্গে মেতে উঠেছে দুই খুদে। তাদের নানান কার্যকলাপ হাস্যরসের সৃষ্টি করেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই হাস্যরস অত্যন্ত পরিমাণে দরকার।
ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে দুই মেয়ে কিছু জিনিসপত্র কখনো উপর থেকে নামিয়ে নিচে রাখছে বা বাবার কাজ বাড়িয়ে দিচ্ছে।সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখে দর্শকরা বেশ আনন্দ পেয়েছেন।পরিবারের এই ছোট ছোট খুনসুটি ,দুষ্টুমিই তো সম্পর্কে মিষ্টতা আনে।এক নজরে আরও একবার দেখে নিন ভিডিওটি।