প্রীতম দাস : করোনার ত্রাসে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই আতঙ্কিত। লকডাউন হবার পর থেকে বহু মানুষের মনে আতঙ্ক দানা বেঁধেছে। কেউ ভাবছে যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য না পাওয়া যায় , কেউ ভাবছে আবার অন্যরকম কথা। সব মিলিয়ে মানুষের মনে এখন সন্দেহের মেঘ আর আতঙ্ক। সরকার থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া কেউ যেন বিনা কারণে ঘরের বাইরে বের না হয়। সেই নির্দেশ মেনে অনেকে নিজের ও পরিবারের পেট চালানোর জন্য বাজার করতে বেরোচ্ছেন কিন্তু বাজার করতে বেরিয়ে এক ব্যক্তিকে জঘন্যতম ঘটনার শিকার হতে হল।
রাস্তায় পুলিশ চেকিং করার সময় এক ব্যক্তি কে বেরোনোর কারন জিজ্ঞেস করলে সেই ব্যক্তি ব্যাগ খুলে দেখান যে তিনি বাজার করেছেন তার ব্যাগে সবজি ও খাদ্য সামগ্রী রয়েছে।কিন্তু কোনকিছুর পরোয়া না করে সেই ব্যক্তিকে জোর ধমক দিয়ে তার হাতের ব্যাগ কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। তারপর বাড়ি থেকে যাতে না বের হয় তার জন্য তাকে প্রচণ্ড রকম ধমক দিয়ে এক রকম বিতাড়িত করা হয় আর সেই ব্যক্তি ও আর উপায়ান্তর না দেখে সেই স্থান থেকে চলে যান।
ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হতে শুরু করে ও পুলিশের ভূমিকা নিয়ম অনেকে প্রশ্ন তুলতে শুরু করে। বাজার করতে বেরিয়ে কোন ব্যক্তিকে পুলিশ এমনভাবে হেনস্তা করতে পারে কি প্রশ্ন তুলছেন নেটিজেনরা। রইল সেই ভাইরাল ভিডিও