বাংলা গানে ছোট বালকের নাচে মাতলো নেট দুনিয়া! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Advertisement

সম্প্রতি জ্যাকলিন ফার্নান্ডেজ আকর্ষণীয় ডান্স আর বাদশার রাপের গান্দা ফুল গানটি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে।লাল পাড় সাদা শাড়ি খোলা চুল আর হাতে ধুনুচি জ্যাকলিনের এই বাঙালি লুকে মন্ত্রমুগ্ধ হয়েছেন সকলে।কিন্তু এই গানের যে পংক্তিগুলি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই পংক্তিগুলি প্রকৃত রচয়িতা অন্য কেউ আর এই কারনেই বাদশাকে প্রচুর বিতর্কে সম্মুখীন হতে হয় যদিও পরে প্রকৃত শিল্পীকে যথাযথ মর্যাদা দেন তিনি।

Advertisements

আর তারমধ্যেই সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে নায়িকা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও গানের সাথে তাল মিলিয়ে নাচ করছে।কিন্তু এতদিন দেখা গেছে ওই গানটাই মেয়েরাই নাচ করছে কিন্তু সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি 8-9 বছরের বাচ্চা ছেলে এই গানে নাচ করেছেন।

Advertisements

প্রত্যেকটা অঙ্গভঙ্গি আর এক্সপ্রেশনে মাত করে দিয়েছে।একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে আর কিছুক্ষনের মধ্যেই তা লাইক আর কমেন্টে ভরে গেছে।অনেকেই বলেছেন যে এতটুকু বয়সেই সে যেরকম নাচ করছে ঠিক মতো তালিম পেয়ে অনেকদূর যাবে ছেলেটি।প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা।

Related Articles