বন্ধ ক্রিকেট, ছেলের সঙ্গে নেচে মুগ্ধ করলেন শিখর ধাওয়ান! একমুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisement

করোনা থাবাতে লকডাউনের ফলে অনিশ্চয়তার মুখে এখন আইপিএল এর ভবিষ্যৎ। ক্রিকেট ইভেন্টগুলি আন্তর্জাতিক ডোমেস্টিক সবই মোটামুটি বাতিল হয়েছে বা স্থগিত রাখা হয়েছে। প্লেয়াররা তাদের জীবনের বেশিরভাগ সময়টাই এক দেশ থেকে অন্য দেশে বা এক শহর থেকে অন্য শহরে ঘুরে কাটান সেখানে এই লকডাউন এর ফলে এক অপ্রত্যাশিত বিরতি পেয়েছেন তারাও।

Advertisements

করোনা ভাইরাস এর জন্য দেশের সকলেই থাকতে হচ্ছে গৃহবন্দী। কমেন্টে প্রতিহত করতে এটাই একমাত্র উপায়। কিন্তু প্রত্যেকটা খারাপ সময়ের মধ্যেও ভালো কিছু থাকে ।সকলকে এ সময় পজেটিভ থাকতে হবে। যেমন সেলিব্রিটিরা সময়ের সুযোগ সদ্ব্যবহার করে নিচ্ছেন। এই সময়ে কেউ পরিবারের সাথে চুটিয়ে মজা করছেন কেউ জীবনসঙ্গীদের সঙ্গে।

Advertisements

সেই তালিকা থেকে বাদ নেই ভারতীয় ক্রিকেটের বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান। এবার তাকেও দেখা গেল পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ছেলের সাথে নাচলেন তিনি। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন সদস্য সংখ্যা নেহাত কম নয়। তাই ক্রিকেটারকে ছেলে জোরবারের সাথে বলিউডের জনপ্রিয় গান ড্যাডি কুল গানের নাচতে দেখে বেশ খুশি হয়েছেন তার ফ্যানেরাও। ভিডিওটি পোস্ট করার পর তিনি ক্যাপশন দিয়েছেন জীবনে কত মজা সত্যি বলতে বাবার ছেলে দুজনেই কুল। সত্যি তো লকডাউন অনেককেই এই সুযোগ দিয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানোর যা সচারাচর হয়ে ওঠে না। ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়েছে সঙ্গে রয়েছে মজাদার কমেন্টও।

Related Articles