বন্ধুদের সঙ্গে উত্তাল নাচে মত্ত একদল যুবতী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দেবপ্রিয়া সরকার : আবার ভাইরাল একদল যুবতী। তাদের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। জীবনের সমস্ত চাওয়া-পাওয়া ভুলে একসাথে দলবদ্ধ হয়ে আনন্দে মেতে উঠেছে তারা। ভিডিওটিতে দেখা যাচ্ছে শাহরুখের গানের সুরে বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে কোমর দুলিয়ে নাচছেন তারা।
সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সামনেই দোল উৎসব। সেই নিয়ে সমস্ত দেশবাসীর মনে একটা টান টান উত্তেজনা। এই উৎসব সমস্ত জাত ভেদাভেদ ভুলে মানুষের মনকে নতুন রঙে রাঙিয়ে তোলে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মতন দোল উৎসবের জন্যও বাঙালি প্রতিবছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আগামী ৯ই মার্চ দেশ জুড়ে পালিত হবে দোল উৎসব। উৎসব শুরুর আগেই নিজের মতো করে আনন্দে মেতে উঠল সেই যুবতীদের দল। প্রতিদিনের নিয়ম মাফিক একঘেয়ে জীবন মানুষের মনে বিদ্বেষ তৈরি করে। মাঝে মাঝে মনে হয় সব নিয়মের বাইরে গিয়ে জীবনকে উপভোগ করতে। সেটাই করলো সেই যুবতীদের দল।
কাজের ফাঁকে একটু মুক্তি পেতেই আনন্দের স্রোতে নিজেদের গা ভাসিয়ে দিল তারা। আনন্দ ভাগ করলে কখনো কমে না, বরং বাড়ে। সেই উদ্দেশ্যে তারা তাদের আনন্দের সময়টিকে সকলের সাথে ভাগ করে নিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওই ভিডিওটি সকল মানুষের অন্তরাত্মাকে কোথাও একটা স্বস্তি প্রদান করবে বলে ধারণা করা হয়েছে।