ফের এক লতা কণ্ঠী, যুবতীর গান ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়! সুপার ভাইরাল ভিডিও

Advertisement

রেল স্টেশন থেকে এক নতুন দুনিয়ায় স্বপ্ন জগতে পা রাখার যাত্রাপথের কাহিনী দেখেছিলাম আমরা ।এক পেয়ার কা নাগমা হে এই গানটিকে ইন্টারনেটে ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল। লতা কন্ঠী হিসাবে প্রায় রাতারাতি বিখ্যাত হন তিনি ।পরিবার-পরিজন পরিত্যক্ত রানাঘাট স্টেশনে পড়ে থাকা রানু মন্ডল এর গুন দেখে তাকে নিয়ে নেন হিমেশ রেশমিয়া ।তারপর হিমেশের পরিচালনায় রানুর গলায় রেকর্ড করা নতুন গান যা সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে আর এই গল্প তো প্রায় সকলেই জানেন।

Advertisements

এবার রানু মন্ডল এর পরে ফের সোশ্যাল মিডিয়া কেঁপেছে। লতা মঙ্গেশকরের সুপার হিট গান গেয়েছেন একজন আর সেই ভিডিও পোস্ট হতেই দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে সেটি। ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে
দুর্দান্ত গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিওটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তার গাওয়া এই গানটি।

Advertisements

ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে লতা মঙ্গেশকরের সোনালী দিনের গান আপকি নজরনে মুঝে সমঝা হ্যায় প্যায়ার কি কাবিল। গানটি যিনি গেয়েছেন মৌমিতা ঠাকুর নামে এক যুবতী।তুমুল গতিতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আর আপনারাও এক নজরে দেখে নিন সেই ভিডিও।

 

Related Articles