প্রকৃতির খেলা! গাধার প্রেমে মগ্ন জেব্রা! জন্ম হলো জঙ্কির

প্রতিনিয়ত পৃথিবীর নানা প্রান্তে নানা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে। প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন জিনিস ঘটে চলেছে যা হয়তো আমরা প্রত্যক্ষ করতে পারিনা। তবুও সোশ্যাল মিডিয়ার ফলে অনেক রকম ঘটনার সাক্ষী থাকতে পারি। তবে তার বাইরেও আমাদের অগোচরে থেকে যায় অনেক রহস্য।
যেমন প্রকৃতির খেয়ালে প্রেম হল গাধা ও জেব্রার আর সেখান থেকে জন্ম নিয়েছে জঙ্কি, তাদের ভালোবাসার নিদর্শন।সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়েছে।এই হাইব্রিড ছানাটির মধ্যে রয়েছে দুই প্রানীর বৈশিষ্ট্য।এই ছানার পায়ে ডোরা কাটা দাগ আর বাকিটা হুবহু গাধার মতোন।যা অবশ্যই মানুষকে আশ্চর্য করেছে।
এই ছবিগুলি আসলে পূর্ব আফ্রিকার কেনিয়ায় অবস্থিত শেল্ড্রিক ওয়ার্ল্ড লাইফ ট্রাস্ট তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে । এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন এটি একটি জাঙ্কি অর্থাৎ জেব্রা ও গাধার শংকর পুরো ঘটনাটি সম্পর্কে তথ্য দিয়ে ট্রাস্ট লিখেছেন গত বছর মে মাসে সাভো মোবাইল ভেটেরিনারি ইউনিট কেডব্লিউএস কমিউনিটি ওয়েস্টার্ন এ একটি কল পেয়েছিল তারা।সেখান থেকে একটি জেব্রা Tsavo National park থেকে কমিউনিটি বোর্ডিং পার্কে গিয়েছিল। তাকে চুলু জাতীয় উদ্যানে পাঠানো হয়েছিল এরপরে জেব্রাটি সেখানেই থাকতে শুরু করে।এক বছর পর দলটি জেব্রাকে একটি শিশুর সঙ্গে দেখে যা গাধা আর জেব্রার উভয়ের বৈশিষ্ট্য বহনকারী।