নদীর জলে বিশালাকৃতির সামুদ্রিক কচ্ছপ জালে উঠলো রূপনারায়ন নদী থেকে। গত রবিবার সন্ধ্যায় বাগনান থানা এলাকার বেনাপুর গ্রামের এক বাসিন্দা মাছ ধরার জন্য জাল ফেলেন রূপনারায়ন নদীতে। সেই জালেই ধরা পড়ে প্রায় ৩২ কেজি ওজনের বিশালাকৃতির অলিভ রিটলে নামক এক বিরল প্রজাতির কচ্ছপ।
ঘটনাটি জানাজানি হতেই অলোক শি নামে কিশোরপুরের এক বাসিন্দা ৭০০ টাকা প্রতি কেজি দাম দিয়ে কচ্ছপটি কিনে বাড়িতে নিয়ে চলে যান। এই খবরটি বন দপ্ততের কাছে পৌঁছে দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ওই ব্যক্তির কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান বন দপ্তরের কর্মীরা।