সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠেছে এই করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভয়াবহ জীবাণু ।এই জন্য বলি হয়েছে হাজার হাজার মানুষকে। করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব যখন আতঙ্কিত তখন টিকটকের উঠে এসেছে সেই ভাইরাস নিয়ে এক নিন্দনীয় অদ্ভুত চ্যালেঞ্জ ।ফলোয়ার্স বাড়ানোর জন্য এই মারন জীবানুকে কেন্দ্র করে চ্যালেঞ্জে মেতেছেন অনেকেই।
এই চ্যালেঞ্জ সম্প্রতি নিয়েছিলেন আমেরিকার এক টিকটক স্টার ও মডেল আভা লুইস। সেই চ্যালেঞ্জের অঙ্গ হিসাবে করা টিকটক ভিডিওতে তাকে দেখা গেছে বিমানের কোমরের একাংশ জিভ দিয়ে চাটছেন তিনি ।আবার সেই কাজ করার পর বিজয়চিহ্ন’ দেখাচ্ছিলেন তিনি। এরপর সেই ভিডিও তিনি নিজেই পোস্ট করেছিলেন টুইটারে ।আর পোস্ট করতেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশংসিত তো তিনি হননি বরং নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে।
একেই করোনা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সকলে আর তার ওপর এরকম একটি সিরিয়াস বিষয়কে কেন্দ্র করে মজা বরদাস্ত করতে পারেননি কেউ।একজনকে কোরোনা আক্রমণ করলে তা ছড়িয়ে যেতে পারে ক্ষণিকের সময়ে। আর তাই এই ভিডিও পোস্ট করার পরে ক্ষোভ সঞ্চারিত হয়েছে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের মধ্যে কেউ বলেছেন ফলোয়ার্স বাড়ানোর জন্য টয়লেটের সিট চাটছে মজা শেষ হবে যখন কাশি শুরু হবে। কেউ কেউ আবার ওই আমেরিকান মডেল কে জেলে ঢুকানোর হুমকি দিয়েছেন।
তবে পরবর্তীতে নেটিজেনদের সমালোচনার জেরে টিকটক থেকে এসেই ভিডিও ইতিমধ্যেই ডিলিট করতে হয়েছে তাকে তবে নিজের ইউটিউব চ্যানেল থেকে এই বিষয়টা নিয়ে বলেছেন যে এটি কেবলমাত্র সামাজিক পরীক্ষা ছিল। দেখুন সেই ভিডিও-
Please RT this so people can know how to properly be sanitary on the airplane ?? pic.twitter.com/x7GX9b4Lxc
— Ava Louise (ig @avalouiise) (@realavalouiise) March 14, 2020