টাকা থেকে ছড়ায় ভাইরাস! আতঙ্কে টাকা ভাইরাস মুক্ত করছেন মুদি ব্যাবসায়ী!

দেবপ্রিয়া সরকার : বর্তমানে যে আতঙ্ক সারা বিশ্বের মানুষকে গ্রাস করেছে তাহলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী সৃষ্টি করেছে। এই ভাইরাসের কারণে সম্প্রতি ইতালি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। করোনা ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ে? একটি বায়ুবাহিত ভাইরাস কিনা? তা নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছে। এই প্রশ্নের উত্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, এই ভাইরাস কোন বায়ুবাহিত ভাইরাস নয়। হাঁচি বা কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। অর্থাৎ আপনি হাঁচি বা কাশি দেওয়ার সময় হাত দিয়ে যখন মুখ চেপে ধরেন তখন ভাইরাস আপনার হাতে লেগে যায়। পরবর্তী সময় সেই হাত দিয়ে যখন কোন বস্তু স্পর্শ করেন তখন তার মধ্যে সেই ভাইরাসটি চলে যায়। এরপরে অন্য কোন ব্যক্তি যদি সেই বস্তুটি স্পর্শ করে তবে ভাইরাস সেই বস্তুটির মধ্য দিয়ে সেই মানুষের দেহে সংক্রমণ ঘটায়। এভাবে একজনের থেকে আরেকজনের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ভাইরাস সব থেকে বেশি সংক্রমণ ছড়াতে পারে টাকার মাধ্যমে। এই কথা জানতে পেরে এক অভিনব উদ্যোগ নিল একজন মুদি ব্যবসায়ী। ওই ব্যবসায়ী তার সমস্ত টাকা ডেটল জলে ধুয়ে রোদে শুকান। এরপর ব্যবসার সময় ক্রেতাদের হাতে তুলে দেন সেই টাকা। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার এলাকা বেড়াকামগাছি গ্রামে। মুদি ব্যবসায়ী জানিয়েছেন, টাকা বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের হাতের মাধ্যমে ঘোরাফেরা করে। সেই টাকা থেকে যাতে কোনভাবে ভাইরাস না ছড়ায় সেই কারণে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
দোকানে খাদ্য দ্রব্য কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা একটি ছোট পাত্রে ডেটল জলে ধুয়ে রোদে শুকোতে দেন তিনি। এরপর তিনি নিজের হাত অন্য একটি পাত্রে ডেটল জলে চুবিয়ে ধুয়ে নেন। এরপর ক্রেতাদের অবশিষ্ট যে টাকা ফেরত দিতে হয় সেই টাকা তিনি ডেটল জলে ধুয়ে তারপর ক্রেতাদের হাতে তুলে দেন। মুদি ব্যবসায়ীর এমন উদ্যোগে তাকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত ক্রেতারা এবং অন্যান্য সাধারণ মানুষ।