প্রতিনিয়ত পৃথিবীর নানা প্রান্তে নানা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে। প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন জিনিস ঘটে চলেছে যা হয়তো আমরা প্রত্যক্ষ করতে পারিনা। তবুও সোশ্যাল মিডিয়ার ফলে অনেক রকম ঘটনার সাক্ষী থাকতে পারি। নানান ধরনের কাজকর্মের নানান রকমের মানুষ ভাইরাল হয়ে থাকেন যেগুলো এই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি। কেউ গান গেয়ে ভাইরাল তো কেউ নাচ করে আবার কেউ কবিতা আবৃত্তির মাধ্যমে।আবার কখনো কেউ মাউথ অর্গান বাজিয়ে ভাইরাল হয়েছে।আবার কেউ শঙ্খ বাজিয়ে ওয়াল্ড রেকর্ড করছেন এমন খবরও চোখের সামনে দেখতে পাই।
তবে ইদানীংকালে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন রানু মন্ডল । রানাঘাট স্টেশনে জমাটি গান গেয়ে সবার নজরে এসেছিলেন তিনি ,আর তারপর সোজা হিমেশ রেশমিয়ার সাথে গান করার সুযোগ পেয়ে যান। এবার পিছিয়ে নেই পশুপাখিরাও। টিয়া পাখি ,কাকাতুয়ার কথা বলা গান গাওয়া এই জিনিসগুলোতো ভাইরাল হতেই থাকে।তবে এবার টেক্কা দিয়েছে এক ঘোড়া আর রীতিমতো অবাকও করে দিয়েছেন।
দিনে দিনে এখন ফ্যাশনের ধারনা বদলাচ্ছে পুরনোকে ছাপিয়ে নতুন ফ্যাশন গড়ে উঠছে ।স্টাইল স্টেটমেন্টে যোগ হচ্ছে নতুন নতুন জিনিস ।তবে এখন যে ফ্যাশনের কথা বলা হচ্ছে তা শুরু হয়েছে অনেক আগে থেকেই শরীরের বিভিন্ন স্থানে উলকি বার্থডে টু আকা।প্রচুর ছেলে মেয়েরা নিজেদের শরীরে এই ট্যাটু করাচ্ছেন।আর এই ফ্যাশনে যোগ দিয়েছে এক ঘোড়াও।একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঘোড়ার পিঠে টাট্টু আকা রয়েছে। আর সেই ঘোড়াই এখন ভাইরাল। দেখুন সেই ভিডিও-
https://www.facebook.com/Solocaballosb/videos/652466122185115/?sfnsn=wiwspmo&extid=gGtDTpWN4OSEBYAg&d=n&vh=e