নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

‘গো করোনা গো’! রাতের অন্ধকারে তরুণীর উদ্দাম নাচ! ভাইরাল ভিডিও

লকডাউন এ দেশবাসীর মনোবল বৃদ্ধি করতে নতুন পন্থা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।রবিবার রাত নটায় ঘরের সমস্ত আলো নিভিয়ে নিজের বাড়ির বারান্দায় এসে প্রদীপ মোমবাতি টর্চের আলো জ্বালাতে আহ্বান করেছিলেন তারই সঙ্গে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ।প্রধানমন্ত্রীর বার্তা

Published By: Sangbad Safar Desk | Updated:

লকডাউন এ দেশবাসীর মনোবল বৃদ্ধি করতে নতুন পন্থা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।রবিবার রাত নটায় ঘরের সমস্ত আলো নিভিয়ে নিজের বাড়ির বারান্দায় এসে প্রদীপ মোমবাতি টর্চের আলো জ্বালাতে আহ্বান করেছিলেন তারই সঙ্গে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ।প্রধানমন্ত্রীর বার্তা ছিল এই যে আমাদের সকলকে প্রমাণ করতে হবে যে আমরা কেউ হেরে যাইনি আমরা প্রত্যেকে বাড়ি থেকে কারো কাছ থেকে বিচ্ছিন্ন নয়। তার এই বক্তব্য কে সাপোর্ট করে গতকাল প্রায় প্রত্যেক দেশবাসী এই কাজ পালন করেছিল।

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় এক মন্ত্রী দেশ থেকে করোনাভাইরাস চলে যাওয়ার জন্য ‘গো করোনা গো’ শ্লোগান দিয়েছিলেন যা নিয়ে নেটদুনিয়ায় অনেকের মজার পাত্রে পরিনত হয়েছিলেন তিনি।গতকালেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এইদিন প্রধান মন্ত্রীর নির্দেশে মোমবাতি জ্বালানোর সাথে সাথে একটি যুবতী রাস্তায় বেরিয়ে সেই করোনা হো করোনা গো গানের সঙ্গে তুমুল নাচ করছেন ।মোমবাতি হাতে করোনা ভাগানোর গানে যেন করোনা বিদায় নেবে।এই ভিডিও ভাইরাল হতে বেজায় চটেছেন নেট নাগরিকদের একাংশ কারণ যেখানে সোশ্যাল ডিসটেন্স পালন করার কথা বলা হচ্ছে বাড়ি থেকে বেরোতে মানা করা হচ্ছে সেখানে কিছু মানুষ রাস্তায় বেরিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন। আবার কিছু মানুষ মিছিলও করছেন।

মোদীর বার্তার বক্তব্য ছিল 130 কোটি দেশবাসীর মহাশক্তি জাগ্রত হবে চারিদিকে আলোর ছোঁয়ায়।এর মাধ্যমে মহা সংকল্পকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।করোনা ভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যাওয়ার শক্তির যোগানের জন্য আলো জ্বালাতে বলেছিলেন ।যা হয়ত কিছু মানুষ এই আবেগকে অনুধাবনও করতে পারেননি। দেখুন সেই ভিডিও-

https://youtu.be/rZs0Pe920MU