Advertisements

গেন্দা ফুলে ঝড় তুললেন মোহময়ী নারী! শরীরি ভঙ্গিমায় মাতলো নেট দুনিয়া, ভাইরাল ভিডিও

Advertisements

সম্প্রতি জ্যাকলিন ফার্নান্ডেজ আকর্ষণীয় ডান্স আর বাদশার রাপের গান্দা ফুল গানটি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। লাল পাড় সাদা শাড়ি খোলা চুল আর হাতে ধুনুচি জ্যাকলিনের এই বাঙালি লুকে মন্ত্রমুগ্ধ হয়েছেন সকলে। কিন্তু এই গানের যে পংক্তিগুলি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই পংক্তিগুলি প্রকৃত রচয়িতা অন্য কেউ আর এই কারনেই বাদশাকে প্রচুর বিতর্কে সম্মুখীন হতে হয় যদিও পরে প্রকৃত শিল্পীকে যথাযথ মর্যাদা দেন তিনি। আর তারমধ্যেই সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে টলি-বলি নায়িকারাও গানের সাথে তাল মিলিয়ে নাচ করছেন।

কখনো হিনা খান আবার কখনো বাংলায় মনামি ঘোষ আবার কখনো দুপুরে ঠাকুরপোর মোনালিসা বাদশার গেন্দা ফুলে নানান সেলেব ঝড় তুলেছেন। এবার সেই তালিকায় এড হলো GEEKY DANCER নামের একটি গ্রুপ।আর এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ইউটিউব থেকে।

ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে একটি মহিলা এই নাচ শুরু করেন। হাত কাটা ব্লাউজ আর শাড়িতে তার নাচ সত্যি হা করে দেখার মত, প্রত্যেকটি পদক্ষেপ ঝড় তুলেছেন। প্রত্যেকটি অঙ্গভঙ্গি শরীরী হিল্লোল বিদ্যুৎ ঝড়ানোর মতোন। এরপর পরক্ষণেই তার সাথে যুক্ত হয়েছেন একটি যুবক তার নাচ যে কোনো প্রফেশনাল ডান্সার কে হার মানিয়ে দেবে। প্রফেশনাল ডান্সারদের থেকে কোন অংশে কম যান না এই যুবক। ভিডিওটি শেয়ার হতেই প্রচুর লাইক পেয়েছে তারসাথে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের একাংশ এর প্রশংসা করেছেন। এই গান যে নেট পাড়ায় মানুষজনের মধ্যে গেথে গিয়েছে তারা একের পর এক ভিডিও প্রমান করে দিচ্ছে।

Related Articles