ক্ষুদ্র ছোলার উপর সদ্যপ্রয়াত তিন তারকার ছবি! নজর কাড়লেন রানাঘাটের ব্যবসায়ী
Advertisement

সম্প্রতি তিন গুনীর মৃত্যুতে গভীর শোকাহত হয়ে, রানাঘাটের ব্যবসায়ী ছোলার ডালের উপর ফুটিয়ে তুললেন তার শিল্পকর্ম। রানাঘাট আইসাতলার বাসিন্দা মানিক দেবনাথ পেশায় ব্যাবসায়ী নেশা তার ছবি আঁকা। বয়স ৫৬ এই বয়সে তার নেশা আরও জাঁকিয়ে বসছে।
Advertisements
সিনেমার জনপ্রিয় নায়ক ঋষি কাপুর ও ইরফান এর পর পর মৃত্যু তারপর ভারতীয় ফুটবলের ও মোহনবাগানের শ্রেষ্ঠ ফুটবলার চুনি গোস্বামীর মৃত্যুতে শোকাহত হয়ে রাত জেগে ছোলার ডালের ওপর তাদের ছবি আঁকলেন ।এই ছবি তাদের প্রতি সন্মান ও শ্রদ্ধা।
Advertisements