‘করোনা হবে না’ নাচে গানে ঝড় তুললেন সোশ্যাল সেন্সেশন ঢিনচ্যাক পূজা! মূহুর্তে ভাইরাল ভিডিও

Advertisement

কোরোনা ভাইরাসের আক্রমণ সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর দাবি চীনের বাইরে এই ভাইরাসের আক্রমণের পরিমাণ 17 গুণ দ্রুততার সাথে বেড়ে যাচ্ছে ।হু হু করে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। সারা পৃথিবীর ত্রাস হয়ে উঠেছে এই করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভয়াবহ জীবাণু ।এই জন্য বলি হয়েছে হাজার হাজার মানুষকে। আর এই কারনেই পৃথিবীর জুড়ে নানান সর্তকতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।এ পর্যন্ত গোটা বিশ্বে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লক্ষ 56 হাজার 948 জন ভারতীয় করোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা 107।

Advertisements

কি কি করলে করো না হবে না করোনা ঠেকাতে কি করা উচিত এই নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন সকলেই।এমনকি বাদ নেই সেলিব্রিটিরাও।লক্ষাধিক ফ্যান ফলোয়ার্সে তাদের তাই তাদের ওপর তো কিছু দ্বায়িত্ব বর্তায় সমাজকে সচেতন করার জন্য। সম্প্রতি এর রাপ স্টাইলে জনসাধারণকে করোনা নিয়ে সতর্ক করলেন সোশ্যাল সেন্সেশন ঢিনচ্যাক পূজা।

Advertisements

তার সেলফি মাইনে লে লিয়া এই ধরনের গান তাকে জনপ্রিয় করে দিয়েছিল। এবার আবার “হোগা না করোনা ” গানে সকলকে করোনা ভাইরাস সম্পর্কে বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন তিনি।মিনিটে ভাইরাল হয়েছে তার এই গান।
পূজার প্রথম গান এতটাই সাড়া পেয়েছিল যে ছোটপর্দার সর্বাধিক জনপ্রিয় শো বিগবস তাকে আমন্ত্রণ জানিয়েছিল।এবার করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে তার এই গান যে সমাজে কিছুটা উপকার করবে তা তো বলাই যায়।

 

Related Articles