করোনা তাড়াতে ব্যাংক কর্মীর দাওয়াই গরম ইস্ত্রি! দেখুন সেই ভাইরাল ভিডিও

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের ভয় গোটা বিশ্ব আতঙ্কিত। এই মারণ ভাইরাসের মোকাবিলায় গোটা বিশ্ব তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধই দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লকডাউন জারি করেছে। ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। তবে লকডাউন চললেও জরুরী পরিষেবা গুলো চালু রয়েছে। জরুরী পরিষেবা গুলির মধ্যে ব্যাঙ্ক অন্যতম। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্কের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সেই ভিডিওটিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে সেই ব্যাঙ্কের ক্যাশিয়ার গরম ইস্ত্রি দিয়ে চেক থেকে করোনা সংক্রমণ ছাড়াচ্ছে। অর্থাৎ প্রথমে তিনি একটি চিমটি দিয়ে চেক তুলে টেবিলে রেখে তার উপর দিয়ে বেশ কয়েকবার গরম ইস্ত্রি ঘষে নিচ্ছেন। শনিবার সেই ভিডিয়ো ট্যুইটারে শেয়ার করেন মাহিদ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। সেইসঙ্গে ওই ব্যাঙ্ককর্মীর বুদ্ধির প্রশংসা করেছেন তিনি। টুইটারে পোস্ট করে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পেলাম। ক্যাশিয়ারের এই টেকনিক কতটা কার্যকরী সে সম্পর্কে আমার কোনও ধারনা নেই।
In my #whatsappwonderbox I have no idea if the cashier’s technique is effective but you have to give him credit for his creativity! ? pic.twitter.com/yAkmAxzQJT
— anand mahindra (@anandmahindra) April 4, 2020
তবে এই ক্রিয়েটিভিটির জন্য তাঁর প্রশংসা করতেই হবে!’ এই ঘটনাটি কোন ব্যাঙ্কের সে সম্বন্ধে কিছু লেখেননি তিনি। তবে আনন্দ মাহিন্দ্রার টুইটারে রাষ্ট্রায়ত্ত বরোদা ব্যাঙ্কটি মন্তব্য করে লিখেছেন, ‘ব্যাঙ্ক অফ বরোদার একটি শাখার ভিডিয়ো শেয়ার করে আমাদের এক কর্মীর ক্রিয়েটিভিটির প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ।’ এই মন্তব্যের থেকে বোঝা যায় ওই ব্যাঙ্ক কর্মী বরোদা ব্যাঙ্কের। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার বারের বেশি এবং রিটুইট করা হয়েছে ৩ হাজার বারের বেশি। ভিডিওটি লাইক করেছেন ১৮ হাজার ৮০০ জন।