করোনা আতঙ্কে বাজারে দুর্লভ মাস্ক! ঘরে বসেই কিভাবে তৈরি করবেন মাস্ক? দেখালেন আনন্দ মাহিন্দ্রা! দেখুন ভিডিও

Advertisement

করোনার আতঙ্কে জড়সড় গোটা বিশ্বের মানুষ। ভারতেও ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মারণ এই ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছে ৮১ জন। মৃত্যু হয়েছে এক জনের। করোনা থেকে কিছুটা হলেও রক্ষা করবে মাস্ক। সেই ভরসাতেই মাস্ক কিনতে ব্যাস্ত মানুষ। কলকাতার বাজারে দেখা দিয়েছে মাস্কের অভাব। সুযোগকে কাজে লাগিয়ে অসৎ উপায়ে মাস্ক বিক্রি করে নিজেদের ফায়দা লুঠছে কিছু অসৎ মানুষ।

Advertisements

বাজারে মাস্ক না পাওয়া গেলেও বাড়িতে কীভাবে বানানো যায় মাস্ক। টুইটারে তার একটি ভিডিও পোস্ট করেছেন দেশের প্রথমসারীর অন্যতম এই উদ্যোগপতি আনন্দ মাহিন্দ্রা। টুইটারে ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, “আমার মনে হয় না এখন থেকে আর মাস্কের সঙ্কট দেখা যাবে। জোগার করে কাজ চালাতে ভারতীয়রা ওস্তাদ!”

Advertisements

টুইটারে আনন্দ বাবুর পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা ডিআইওয়াই ফেসমাস্ক তৈরি করছে। তাও আবার ঘরেই পাওয়া যায় এমন তিনটি উপকরণ- টিস্যু পেপার, দুটো ইলাস্টিক রাবার ব্যান্ড বা গার্ডরা আর পিন মারার স্টেপলার দিয়েই তৈরি করছে মাস্ক। ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন করেছেন, করোনা রুখতে এটা কতটা কার্যকারি হবে তার কি কোনো প্রমাণ আছে? আপনিও দেখুন সেই ভিডিও-
এই লিঙ্কে ক্লিক করুন-

Related Articles