করোনার চিকিৎসার ফাঁকে ডাক্তারদের গান! ভাইরাল ভিডিও

Advertisement

ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের কাছে সে তো ভগবান- বহু সময় আগেই প্রখ্যাত গায়ক ও সুরকার নচিকেতার গানে উঠে এসেছে ডাক্তারদের প্রতি ভালোবাসা। তাঁর গানের এই লাইনটি মান্য করেন প্রায় প্রত্যেকটি মানুষ ।একজন মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে সুস্থ করে তুলতে একমাত্র একজন ডাক্তারি পারে। তাদের যতই শ্রদ্ধা জানানো হোক তাও যেন কম পড়ে।

Advertisements

মারন করোনাভাইরাস নিয়ে এখন ত্রাসের মুখে গোটা দেশ।এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব আর এই মারন ভাইরাসের বিরুদ্ধে লড়াই সবচেয়ে বড় ভূমিকা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ।দিনরাত এক করে তারা আক্রান্তদের সেবায় নিয়োজিত রয়েছেন শুধু চিকিৎসা নয় রোগীদের মনোবল বাড়াচ্ছেন তারা । ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ময়দানের ফ্রন্ট ফুটে সেই ডাক্তাররা। নিজেদের পরিবারের কথা ভুলে দিন রাত এক করে সাধারণ মানুষের স্বার্থে লড়ে চলেছেন।

Advertisements

সম্প্রতি করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা নিযুক্ত একদল চিকিত্সকের একটি ভিডিও সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় তার নিমেষে ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটি রাজস্থানের ভিলওয়ারার। সেখানে করোনা ভাইরাস আক্রান্তদের শুশ্রূষার জন্য চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে আর সেখানেই সেই ভিডিওতে দেখা গেছে ওই চিকিৎসকরা একসাথে গলা মিলিয়ে গান করছেন ছোড়ো কাল কি বাতে কল কি বাত পুরানি।

গানটি শুনলে যেমন আপনি উদ্বুদ্ধ হবেন তেমনি কিছুক্ষণের জন্য হলেও আপনার আতঙ্ক ভুলিয়ে দেবে। আসলে এই কঠিন সময়ে এমন প্রাণখোলা সুর এক ঝলক টাটকা বাতাসের মতো ।সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই কমেন্টের ঝড় বয়ে গেছে সকলেই ডাক্তারদের এই প্রচেষ্টাকে তাদের পরিশ্রমকে কুর্ণিশ জানিয়েছে । দেখুন ভিডিও-

Related Articles