করোনার আতঙ্কে গোটা বিশ্ব! হঠাৎ মাথা ন্যাড়া করছে বহু মানুষ! কারণ কি? জেনেনিন

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। শোনা গিয়েছে এ পরিস্থিতিতে নিজের চেহারা পরিবর্তন করতে মাথা কামিয়ে ফেলছেন প্রচুর মানুষ। এমন অদ্ভুত ব্যাপারের কারণ জানতে চাইলে বেশিরভাগ মানুষই জানায়, আয়নার সামনে দাঁড়ালে যেন নতুন কাউকে দেখা যাচ্ছে বলে মনে হয়। এমনিতেই সব কিছু বন্ধ। সেলুন থেকে পার্লার সবেতেই ঝুলছে বড় বড় তালা। তাই মাথা কামানোর কাজটা নিজেদেরই করতে হচ্ছে। প্রচুর মানুষ মাথা কামিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি আপলোডও করেছেন। সাউথ ডেরি লেভির ২২ বছর বয়সী এক তরুণ পল ম্যাকেরলিয়ান নিজের চেহারার নতুন রূপ দিয়েছেন মাথা কামিয়ে। তিনি বিশ্বাস করেন যে কামানো মাথাগুলি কোভিড-১৯ সঙ্কটের প্রতীক হয়ে উঠতে পারে। তাঁর বিশ্বাস যতদিন লকডাউন থাকবে ততদিনে আরও বেশি লোক মাথা কামিয়ে ফেলবেন।
Lockdown locks!!!! ??? pic.twitter.com/UgkBJykc1V
— Stephen Graham (@StephenGraham73) March 26, 2020
একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে সে বলেছে, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার মাথা আংশিকভাবে শেভ করবো। কারণ আমার চুল কাটার প্রয়োজন ছিল। আমার মতে সামাজিক দূরত্বের কারণে আংশিকভাবে এটা প্রয়োজন।’ সে তরুণ যুবক আরো বলে যে, ‘শুধু আমি নয় ইতিমধ্যে আমার কয়েকজন বন্ধু মাথা কামিয়ে ফেলেছে। আমি ভেবেছিলাম শুধু আমি নিজেই এটি করব। আমার মা এই কাজে প্রতিবাদ করেছিলেন। আমার এই ধারণা মোটেও তাঁর পছন্দ হয়নি।
https://www.instagram.com/p/B-KTbVrA-vz/?igshid=12bdi6lzx1hzf
কিন্তু আমার বাবা আমার জন্য মাথা কামিয়ে ছিলেন তাই আমার অনুমান তিনি আমার কাছে কিছু মনে করেননি। আমার চুল কাটার পর তা বড় হতে ছয় সপ্তাহের একটু বেশি সময় লেগেছিল। আমার নতুন লুক আমার বেশ পছন্দের। এতে আমাকে ডার্মোট কেনেডির মতো দেখায়।’