দেবপ্রিয়া সরকার : পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় এখন একটাই আতঙ্কে মানুষ জর্জরিত তা হলো করোনাভাইরাস বা Covid-19। সারা বিশ্বের এই মুহূর্তে যা অবস্থা তাতে কেউই জানেনা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকবে। সমস্ত যাতায়াত মাধ্যম, এমনকি বড় বড় শপিং মল, থিয়েটার সবকিছু বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। চারিদিকে সর্তকতা জারি দেওয়া হচ্ছে।
সারা বিশ্বে এই রকম পরিস্থিতি হল নেদারল্যান্ডের চেহারা কিন্তু একেবারে অন্যরকম। এখানে লোক নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি গাঁজা কেনা শুরু করেছে। কোন দিন দোকান বন্ধ হয়ে যাবে সেই ভয় আগেভাগে গাজা কিনে স্টক করে রাখছে নেদারল্যান্ডের লোকেরা। নেদারল্যান্ডেরই একজন গাঁজার দোকানে সেই লম্বা লাইন ছবি তুলে টুইটারে আপলোড করেছে। সেই ছবি দেখে হেসে গড়াগড়ি সারা বিশ্বের মানুষ। ছবিতে দেখা যাচ্ছে প্রায় ১০০ লোকের লম্বা লাইন পড়েছে গাঁজার দোকানে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিসই ভাইরাল হচ্ছে, তা হলো করোনা ভাইরাসে বিভিন্ন কোয়ারেন্টাইন কিভাবে গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছে মানুষ। ইতালি, স্পেন সব জায়গায় একই অবস্থা। যখন বিশ্বের এই রকম পরিস্থিতি ঠিক তখনই নেদারল্যান্ডকে দেখা গেল নেশার জিনিস গুছিয়ে রাখতে। একই বিশ্বের এমন দুই দৃশ্য নিয়ে জোড় সমালোচনা নেটিজেনদের মধ্যে।
Toilet paper, hand sanitizer and face masks? These people stand in line to buy weed ahead of the Netherlands #COVID19 lockdown. pic.twitter.com/l75SnSZ3wT
— Christiaan Triebert (@trbrtc) March 15, 2020