whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

‘কনফিডেন্স মেরা, কবর বানেগি তেরি’! হিন্দিতে এই কথা বলতে গিয়ে যা বললেন ক্রিস গেইল! ভাইরাল ভিডিওতে হেঁসে খুন নেটিজেনরা

ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে শেষবার ক্রিকেট মাঠে দেখা গেছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ সেখানে ভারতীয় কিংবদন্তিদের দলে ছিলেন যুবি। অন্যদিকে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার কথা ছিল ক্রিস…

Published By: Web Desk | Updated:
Advertisements

ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে শেষবার ক্রিকেট মাঠে দেখা গেছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ সেখানে ভারতীয় কিংবদন্তিদের দলে ছিলেন যুবি। অন্যদিকে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার কথা ছিল ক্রিস গেইলের।

আপনার জন্য নির্বাচিত

সম্প্রতি যুবরাজ সিং এর সঙ্গে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হিন্দিতে সংলাপ বলছেন দ্য ইউনিভার্স বস। গোটা সংলাপের অর্ধেকটা বলেছেন কিন্তু তারপরেই মাঝরাস্তায় বেসামাল ক্রিস গেইল আর যা দেখে একবার এই হেসে খুন হয়েছেন যুবরাজ সিংহ। আর এই ভিডিওটি যুবরাজ সিংহ নিজের পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়াযর ওয়ালে। ভিডিও পোস্ট করে যুবরাজের টুইট কনফিডেন্স মেরা কবর বানেগি তেরি। ওয়েল সেইড কাকা।

প্রসঙ্গত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয় খেলার কথা ছিল ক্রিস গেইলের তবে করোনা আতঙ্কের আইপিএল নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় এখন তাকে দেখা যাবে না এমনটা শোনা গেছে। আগামী এপ্রিলের 15 তারিখ থেকে আইপিএল শুরুর যে প্রস্তাবিত তারিখ বিসিসিআই ঘোষণা করেছে সব ঠিক থাকলে সেইসময় গেইলকে ভারতের কোটিপতির লিগে ফের খেলতে দেখা যাবে।

দেখুন ভিডিও-