দেবপ্রিয়া সরকার : বিশ্বজুড়ে করোনার আতঙ্ক যেভাবে ছড়িয়েছে তাতে ভয়ে গুটিয়ে গিয়েছে সারা বিশ্ববাসী। কিন্তু এর মধ্যেও করোনা থেকে মুক্তি পাওয়া নিয়ে বিভিন্ন গুজব রটেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কখনো কেউ দাবি করছে হাত-পা ছড়িয়ে ব্যায়াম করলে নাকি করো না সংক্রমণের ভয় থাকবে না। আবার কখনো কেউ বলছে গোমূত্র পান করলে করোনা ভাইরাস ধারে কাছে ঘেঁষতে পারবে না। এরকম বিভিন্ন গুজবে সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে ইতিমধ্যে। এইসব নিয়েও চলছে জোর চর্চা। এইসব গুজবের রেশ কাটতে না কাটতেই আবার নতুন গুজব ছড়ালো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
কিছু মানুষ দাবি করেছেন কপালে নাকি কয়লার টিপ লাগালে করো না থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই। এই গুজবটিকে অনেকে সত্যি বলেও মনে করছেন। আজ, অর্থাৎ শনিবার ভোর থেকে ঘাটাল মহকুমা জুড়ে বিভিন্ন গ্রামে হঠাৎই শাঁখের শব্দ শোনা যায়। হঠাৎ এমন হওয়ার কারণ প্রথমে বোঝা না গেলেও পরে খবর নিয়ে জানা যায় ঈশ্বর নাকি স্বপ্নাদেশ দিয়েছে প্রত্যেকের নিজের বাড়ির দরজার পাশে মাটি খুঁড়ে কয়লা সংগ্রহ করতে। সেই কয়লাকে গঙ্গা জলে দিলেই কয়লা গুলে যাবে। সেই গোলা কয়লার টিপ কপালে পরলেই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে৷
এই ঘটনাটি জানার পর ওই গ্রামের মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগেছে কয়লার টিপ পড়া নিয়ে। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কোন কিছু বিচার বিবেচনা না করেই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মানুষ যে কোনো গুজবকে অনায়াসেই মেনে নিচ্ছেন।