মাত্র ৯ হাজার টাকায় কিনুন Royal Enfield Classic 350, জেনে নিন কিভাবে কিনবেন

Advertisement

আকর্ষণীয় EMI স্কিম Royal Enfield-এ, ৯০০০ টাকা পেমেন্ট করে বাড়িতে নিয়ে আসুন Royal Enfield Classic ৩৫০ বর্তমানে বাজারে আসছে নতুন নতুন মডেলের বাইক। বলা যায় প্রত্যেক সংস্থাগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ইদানিং সকল বয়সের পুরুষদেরই পছন্দের বাইক হল Royal Enfield। লুক, ইঞ্জিন সহ মাইলেজ রয়েছে দুর্দান্তশ বিভিন্ন বয়সী মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই বাইক।

Advertisements

তবে অনেকেরই পছন্দ হলেও তা বাজেট মূল্যের মধ্যে না থাকায় পিছিয়ে পড়ছেন। তবে পিছিয়ে পড়ার কারণ নেই। কম বাজেটে পাওয়া যাবে এই পছন্দের রয়েল এনফিল্ড। কিভাবে? বিস্তারিতভাবে জেনে নিন। সাম্প্রতিক কালে গাড়ির বাজারে এসেছে নতুন নতুন মডেলের বিভিন্ন টু হুইলার। বাইক লাভাররা দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন তারা কোন বাইক ছেড়ে কোন বাইক নেবেন। তবে এক্ষেত্রে কম-বেশি সকলেরই নজর পড়েছে Royal Enfield-এর দিকে।

Advertisements

এই বাইকের ক্লাসিক ৩৫০ প্রথম চয়েজ হয়ে দাঁড়িয়েছে যুবকদের। যার স্টাইল সহ পারফরম্যান্স রয়েছে দুর্দান্ত। রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটির মাইলেজ রয়েছে প্রতি লিটার ৩৫০ কিমি। যা ARAI অনুমোদিত। এছাড়াও, ৩৪৯cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দেওয়া হয়েছে এই বাইকে। যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। জানা গিয়েছে এই বাইকটির এক্স শোরুম দাম রয়েছে ১.৯০ লাখ টাকা থেকে ২.১৪ লাখ টাকা পর্যন্ত।

তবে অনেকেই হয়তো এই দাম শুনে পিছিয়ে পড়ছেন। তবে এক্ষেত্রে গ্রাহকদের দেওয়া হচ্ছে দুর্দান্ত সুযোগ। অর্থাৎ গ্রাহকদের অত বাজেট না থাকলেও তারা কিস্তির মাধ্যমে নিতে পারবে এই বাইক। এক্ষেত্রে কোম্পানি ইএমআই স্কিম দিচ্ছে গ্রাহকদের। যার ফলে গ্রাহকরা ৯০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারবেন এই বাইক। তাই যেসব বাইক লাভাররা Royal Enfield Classic ৩৫০ পছন্দ করছেন তারা দেরি না করে ৯ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাড়িতে নিয়ে আসুন এই বাইক। করে ফেলুন স্বপ্নপূরণ।

Related Articles