মাত্র ৮০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন এই দুর্দান্ত Hyundai গাড়ি, জেনে নিন বেষ্ট ডিল সম্পর্কে

অটোমোবাইলের দুনিয়ায় ‘Hyundai’ সংস্থার নাম সকলেরই পরিচিত। কারণ, বাজেট মূল্যের চারচাকা গাড়ি কেনার ক্ষেত্রে এই সংস্থার গাড়ির জুড়ি মেলা ভার। ইতিমধ্যেই তারা কমদামে দুর্দান্ত মাইলেজের একাধিক গাড়ি নিয়ে এসেছে বাজারে।
যার মধ্যে অন্যতম হলো ‘Hyundai Grand i10 Nios’।
এই গাড়িতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই সংস্থার সবথেকে সস্তা গাড়ি হলো এটি। যেটির বেস মডেলের এক্স শো-রুম মূল্য ৫.৭৩ লাখ টাকা। দিল্লীতে কিনতে চাইলে এর অনরোড মূল্য হবে প্রায় ৬.৯৮ লাখ টাকা।
তবে আপনি চাইলে মাত্র ৮০ হাজার টাকা দিয়েই সেটিকে নিজের করে নিতে পারেন। কীভাবে? আসুন তাহলে সেই বিষয়ে জেনে নেওয়া যাক প্রতিবেদনে। আসলে এই সংস্থা গাড়িটির উপর ফাইন্যান্সের অফার নিয়ে এসেছে।
যেখানে ৮০ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি টাকা আপনি পরবর্তীকালে মিটিয়ে ফেলতে পারেন। ৮০ হাজার টাকা ডাউনপেমেন্ট করার পর বাকি ৬.১৮ লক্ষ টাকা ৯.৮ শতাংশ বার্ষিক সুদে শোধ করতে হবে। সেক্ষেত্রে ৫ বছর প্রত্যেক মাসে আপনাকে দিতে হবে ১৩,০৭১ টাকা।