ভারতের সবচেয়ে বৃহত্তম যাতায়েত মাধ্যম হলো রেল। প্রতিদিন বহু মানুষ এই যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করেন রেলকে। স্বল্প দূরত্ব হোক বা বেশি দূরত্ব রেলের মত পরিষেবা পাওয়া মুশকিল। তবে এই রেল সম্পর্কে এমন বেশ কিছু তথ্য রয়েছে যা আমাদের অজানা। কিন্তু রেল আমাদের এমন কিছু পরিষেবা দিয়ে থাকে যা যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। আজ আপনাদের এমনই একটি রেলের পরিষেবার কথা জানাবো। যার ফলে মাত্র ২০ থেকে ৪০ টাকা খরচ করেই রেল স্টেশনে আপনি পাবেন থাকার সুবিধে।
আমরা অনেক সময় দূরপাল্লার ট্রেনে যাতায়াত করি। কিন্তু তার জন্য অনেক সময় আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আবার সম্পতি কুয়াশা থাকায় বিভিন্ন ট্রেন লেট করে। ট্রেন দেরীতে চলার কারণে সমস্যায় পড়তে হয় বহু যাত্রীকে। তবে ট্রেনের জন্য অপেক্ষা করতে যাত্রীরা যাতে কোনরকম সমস্যায় না পড়েন, তার জন্য রেলের রয়েছে এক পরিষেবা। যার ফলে আপনি মাত্র ২০-৪০ টাকা খরচ করেই থাকতে পারবেন রেলস্টেশনে বিলাস বহুল ওয়েটিং রুমে। দেশের সমস্ত বড়ো রেল স্টেশনেই এই সুবিধা উপলব্ধ।
তবে এক্ষেত্রে আপনার PNR নম্বর থাকা আবশ্যক। অনেককে ট্রেন লেট থাকায় ২ ঘন্টা, ৪ ঘন্টা, এমনকি ৮ ঘন্টা অপেক্ষা করতে হয়। তবে রেলের এই পরিষেবার মাধ্যমে আপনি ৪৮ ঘণ্টা পর্যন্ত ওয়েটিং রুমে থাকার সুবিধা গ্রহণ করতে পারবেন। রেলের পক্ষ থেকে আপনাকে ওয়েটিং রুম সরবরাহ করা হবে এবং আপনি মাত্র নূন্যতম ২০ টাকা থেকে ৪০ টাকার মধ্যে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। বুকিং পদ্ধতি বুকিং করবার জন্য PNR নম্বর থাকতে হবে। বুকিং এর জন্য আপনাকে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.rr.irctctourism.com এ।
এখান থেকে PNR নাম্বার দিয়ে রুমগুলি বুক করতে পারবেন। এসি এবং নন এসি রুমের অপশনও পাবেন আপনি। তবে মনে রাখবেন এই সুবিধা শুধুমাত্র কনফার্ম টিকিট বা RAC টিকিটের ক্ষেত্রে উপলব্ধ। তবে আপনি যদি ৫০০ কিমি বা তার বেশি দূরত্ব অতিক্রম করেন তবে সাধারণ টিকিটেও পাবেন এই সুবিধে। বুক করার সময় আধার কার্ড বা প্যানকার্ড জমা দিতে হবে। রেল যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নীতিতে চলে, সেহেতু এই বুকিংয়ের জন্য আপনাকে আগে থেকে দেখে রাখতে হবে।