নিউজরাজ্য

বিনা আবেদনে ঘরে বসেই পাবেন প্রতিমাসে ১ হাজার টাকা! জেনে নিন কিভাবে

আর নতুন করে আবেদন করতে হবে না। কারণ, এবার বাড়িতে বসেই মহিলারা পেয়ে যাবেন ১,০০০ টাকা। এমনই সুবিধা আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই সম্পর্কে। আসলে গত বুধবার বাজেট পেশ করা হয়েছে রাজ্যের তরফ থেকে।

সেখানে বেশ কিছু প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। যেমন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মধ্যে ১ কোটি ৮৮ লক্ষ মহিলারা সুবিধা পেয়ে থাকেন। যেখানে তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলাদের মাসিক ১,০০০ এবং অন্যান্য মহিলারা মাসিক ৫০০ টাকা ভাতা পেয়ে থাকেন।

৬০ বছরের কম বয়সী মহিলারা এই সুবিধা পেয়ে থাকেন। আর ৬০ বছর পেরিয়ে গেলে তারা পেয়ে যান বার্ধক্য ভাতা। যেখানে ভাতা হিসেবে ১,০০০ টাকা করে দেওয়া হয়। এতোদিন এই ভাতা পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হতো। তবে সরকার এই নিয়মে সামান্য পরিবর্তন করেছে।

যেখানে বলা হয়েছে যারা ‘লক্ষ্মীর ভান্ডার’এর তালিকায় রয়েছেন তাদের ৬০ বছর পেরোলেই বার্ধক্য ভাতা হিসেবে ১,০০০ টাকা করে দেওয়া হবে। আলাদা করে আর আবেদন করতে হবে না। রাজ্যের অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী এমনটাই ঘোষণা করেছেন।